দুই ম্যাচꦍ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। স্বাগতিক সংযুক্ত আরব আমি꧂রাতের বিপক্ষে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি ফরম্যাটে নেমেছে বাংলাদেশ।
টি-𒉰টোয়েন্টি বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য আরব আমিরাতে গেছেন টাইগাররা। এরই অংশ হিসেবে আরব আমিরাতের বিপক্ষে সিরিজ খেলছে টাইগꦏাররা।
২০১৬ সালে প্রথমবারের মতো আরব আমিরাতের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। ছয় বছর পর আবার স্বাগতিকদের মুখোমুখি হচ্ছ💞েন টাইগাররা। ওই ম্যাচে বাংলাদেশ পেয়েছিল ৫১ রানের জয়।
আরব আমিরাতের বিপক্ষে এই সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসানকে ছাড়াই খেলতে নেমেছে বাংলাদেশ। তার বদল𓄧ি হিসেবে দলকে নেতৃত্ব দিচ্ছেন উইকে♊টরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ:
মেহেদি হাসান মি꧙রাজ, সাব্বির রহমান, আফিফ হোসেন ধ্রুব, লিটন দাস, নুরুল হাসান সোহান, ༒মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলি, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
সংযুক্ত আরব আমিরাত:
মোহাম্মদ ওয়াসিম, চিরাগ সুরি, বৃত্তা অরবিন্দ, আরিয়ান লাকরা, সিপি রিজওয়ান, বাসিল হা💧মিদ, আয়ান খান, জাওয়ার ফরিদ, কার্তিক নিয়াপ্পান, জুনায়েদ সিদ্দিকী ও সাবির আলি