অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার রড মার্শের হার্ট অ্যাটাক হয়েছে। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে বুন্দেবার্গে এক দাতব্য অনুষ্ঠানে ছিলেন মার্শ। সেখান থেকে হোটেলে ফেরার পথে গাড়িতেই হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা হলে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হ꧋য়েছে এই অসি কিংবদন্তিকে।
স্থানীয় গণমাধ্যম ‘🍨দ্য অস্ট্রেলিয়ান’ জানিয়েছে, ৭৪ বছর বয়সী মার্শের শারীরিক অবস্থা আশঙ্কাজনক রয়েছে। উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল পরিবর্তনও করা হতে পারে। তবে মার্শকে বুন্দেবার্গে রাখা হবে নাকি ব্রিসবেনে পাঠানো হবে সে বিষয়ে এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।
১৯৭০ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার হয়ে ৯৬ টেস্ট আর ৯২টি ওয়ানডে খেলা বর্ণাঢ্য ক্যারিয়ারে ৩৬৩৩ টেস্ট রানের সঙ্গে ৩৪৩টি ক্যাচ নিয়েছেন অস্ট্রে𓂃লিয়ার সাবেক উইকেটরক্ষক ব্যাটার। এছাড়া ঘরোয়া শেফিল্ড শিল্ডে ১৫টি মৌসুম খেলেছেন ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে।
১৯৮৪ সালে অবসরের পরও ক্রিকেটের সঙ্গেই নাম জড়িয়ে রাখেন মার্শ। কাজ করেছেন কোচ, ধারাভাষ্যকার এবং অস্ট্র𒈔েলিয়া জাতীয় দলের নির্বাচক হিসেবে।
২০০৫ সালে ক্রিকেট অস্ট্রেলিয়ার🦩 হল অব ফেমে নাম অন্তর্ভূক্ত হয় মার্শের। ২০০৯ সালে নাম উঠে আইসিসির হল অব ফেমেও।