ফুটবল বিশ্বের অন্যতম পরাশক্তি লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। গোটা বিশ্বে সবচেয়ে বেশি ফুটবলারের যোগানও দেয় দেশটি। কিন্তু পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা সেই ২০০২ সালের পর শিরোপা ছুঁয়ে দে♏খার স্বাদ পায়নি।
সবশেষ ২০১৮ সালে রাশিয়া বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে ২-১ গোলের ব্যবধানে হেরে স্🌌বপ্নভঙ্গ হয়েছিল ব্রাজিলের। ফেবারিটের𓆉 তমকা গায়ে সেঁটেও সেলেসাওদের বিদায় মেনে নিতে পারেননি অনেকেই। এমনকি এ নিয়ে অনেক কটাক্ষও শুনতে হয় ব্রাজিলের ফুটবলারকে।
সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেওয়া সাক্ষাৎকারে এমনই একটি ঘটনার কথা সামনে এনেছেন ব্রাজিল কোচ তিতে। সে൩খানে তিনি বলেন, ‘‘ব্রাজিলকে অনেকেই ঈর্ষা করে, তবে স্বীকার করে না।’’
ব্রাজিল কি বিশ্বের সবচেয়ে ঈর্ষণীয় দল? সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিতে বলেন, ‘‘আমি একটি ঘটনা বলব। ক্লাব ফুটবলཧে একজন ইতালিয়ান কোচ মিরান্ডাকে (বিশ্বকাপে ব্রাজিলিয়ান ডিফেন্ডার) বেলজিয়ামের কাছে হারের পর বিদ্রুপ করে বলেছিলেন, বেলজিয়ামের কাছে হেরে বিদায় নেওয়ার অনুভূতিটা কেমন?’’
‘আমি সেটা মিরান্ডার কাছ থেকে শুনি। আমি মিরান্ডাকে বলেছিলাম, তিনি (ওই ইতালিয়ান কোচ) তো এই অনুভূতি কখনও বুঝ𝓰তে পারবেন না, কারণ তিনি কখনও ব্রাজিলের মতো দলকে এমনকি নিজের দেশকেও কোচিং করাননি। এটা হিংসা। এজন্যই তিনি এভাবে জ♛িজ্ঞেস করেছেন।
অনেক মানুষই ব্🍃রাজিলকে ঈর্ষা করে। কিন্তু তারা স্বীকার করে না। সম্ভবত এটা বিশ্বের সবচেয়ে বেশি ঈর্ষণীয় দল’-যোগ করেন তিতে।
আসন্ন কাতার বিশ্বকাপে নিজেদের ষষ্ঠ শিরোপা জয়ের লক্ষ্যে মাঠে নামবে নেইমাররা। তার আগে মাঠের 🦩বাইরে বেশ আগুনে ঝরা তথ্য জানিয়ে তোলপাড় করে দিয়েছেন তিতে।