• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বিপিএল

ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২২, ০৫:০৬ পিএম
ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে কুমিল্লা
ছবি সংগৃহীত

দেখতে দেখতে শেষ পর্যায়ে চলে এসেছে📖 এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসর। বিপিএলের অষ্টম আসরের ফাইনাল ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) মিরপুর😼 শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিপিএলে এবারের আসরের ফাইনাল ম্যাচটি শুরু হবে বিকাল সাড়ে ৫ টায়। 

এবারের বিপিএলে প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে প্রথম দল হিসেবে ফাইনালে জায়গা করে নেয় বরিশাল। অন্যদিকে কু꧙মিল্লা দ্বিতীয় কোয়ালিফায়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে উড়িয়ে দিয়েই ফাইনালে জায়গা করে 🔴নেয়। 

কুমিল💖্লা ভিক্টোরিয়ান্সদের সামꦚনে বিপিএলের তৃতীয় শিরোপার হাতছানি। আর ইমরুল কায়েসের সামনে একের অধিক শিরোপা জয়ের। মাশরাফি বিন মর্তুজার পর দ্বিতীয় অধিনায়ক হিসেবে রেকর্ডের সামনে দাঁড়িয়ে কায়েস।

অন্যদিকে বরিশালের কান্ডারি সাকিব আল হসানের সামনে অধিনায়ক হিসেবে এবং বরিশাল ফ্র্ℱযাঞ্চাইজির জন্য প্রথম শꦫিরোপা জয়ের সুযোগ।

এই ম্যাচে আলাদা করে নজর থাকবে বরিশালের কান্ডারি সাকিবের ওপꦑর। টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত খেলা উপহার দেয়া সাকিব ফাইনালে নিশ্চয়ই নিজের দলকে দিতে চাইব♊েন শিরোপার স্বাদ।

এছাড়াও বরিশালের পেস বোলিং জুটি মেহেদী হাসান রানা আর শফিকুল ইসলামও থাকবেন রাডারে। টুর্নামেন্টে এখন পর্যন্ত ১৭ উইকেট তুলে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় দ্বিতীয় নামটাই বরিশালের ডোয়াইন ব🍌্রাভোর।

সাথে বরিশালের ভক্ত স𒉰মর্থকদের অপেক্ষা থাকবে ক্যারিবিয়ান ব্যাটিং🐎 দানব গেইলের ব্যাটের ঝড়ের দিকে। এছাড়া এবারের বিপিএলে আবিষ্কার মুনীম শাহরিয়ার তো আছেনই। 

কুমিল্লা ভিক্টোরিয়ান্স এর আগে বিপিএলের ২টি ট্রফি তুলেছেন তাদের ঘরে। ২০১৫ সালে বিপিএলের তৃতীয় আসরে বরিশালের আরেক ফ্র্যাঞ্চাইজি বরিশাল বুলস কে হারিয়ে প্রথম বারের মত বিপিএলে শিরোপা ꦿজিতেছিলো কুমিল্লা।

এরপর ২০১৯ সালে বিপিএলের সপ্তম আসরেඣ ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে ঘরে তোলে তাদের দ্বিতীয় শিরোপা। এবার তাদের সামনে হাতছানি তৃতীয় শিরোপা অর্জনের তবে সামনে বাধা হয়ে দাঁড়িয়ে আছে প্রথম শিরোপা জয়ের আশায় বিভোর থাꦜকা সাকিব আল হাসানের বরিশাল।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: লিটন দাস (উইকেটরক্ষক), সুনীল নারিন, ইমরুল কায়েস (অধ꧙িনায়ক), ফাফ ডু প্লেসিস, মঈন আলী, মাহমুদুল হাসান জয়, আরিফুল হক, আবু হায়দার রন𒈔ি, শহিদুল ইসলাম, মুস্তাফিজুর রহমানন ও তানভীর ইসলাম।

ফরচুন বরিশাল একাদশ: ফরচুন বরিশাল একাদশ: সাকিব আল হাসান (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, ক্রিস গেইল, নাজমুল হোসেন শান্ত, সৈকত আলী, তৌহিদ হৃদয়, ডোয়াইন ব্রাভো, নুরুল হাসান সোহান, মুꦗজিবর রহমান, মেহেদী হাসান রানা, শফিকুল ইসলাম।

Link copied!