বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১৫তম আসরের প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে ফাইনালে উঠেছে ফরচুন বরিশাল। ম্যাচে ইমরুল কায়েসের দলকে ১০ রানে হারিয়েছে সাকিবের দল।&nb𓆉sp;
সোমবার (১৪ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বরিশাল। নির্ধারিত ২০ ওভারে ৮ উই♋কেট হারিয়ে ১৪৩ রান করে বরিশাল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান আসে ওপেনার মুনীম শাহরিয়ারের ব্যাট থেকে। এছাড়া ক্রিস গেইল ২২ রান করেন।
কুমিল্লার পক্ষে শহিদুল ইসলাম ৩ উইকেট পান। এছাড়𝓀া মঈন আলী ২ এবং নারাইন-তানভীর ইসলাম নেন ১ উইকেট।
এদিকে রান তাড়া ক🌸রতে নেমে ধীরগতিতে ব্যাটিং করতে থাকে ক🃏ুমিল্লা। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে মাত্র ৬০ রান করেন তারা।
এরপরই তাদের ব্যাটিংয়ে ধ্বস শুরু হয়। পরপর দুই ওভারে কুমিল্লা তাদের ৩ উইকেট হারায়। সেখান থেকে দলকে ঝোড়ো ইনিংস উপহার দিতে থাকেন মঈন আলী। কিন্তু ১০৪ রানের মাথায় মঈন ও ১২৪ রানের মাথায় ফাফ ডু প্লেসিস আউট হলে𒆙 কুমিল্লার স্বপ্ন ভাঙে।
শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩৩ রানেই থামে কুমিল্লার ইনিংস। আর তাতেই ১০ রানের জয়🎃 নিয়ে ফাইনালে জায়গা করে নেয় ফরচুন বরিশাল।
এছাড়া বরিশালের পক্ষে মুজিব, শফিকুল ও ব্ꦯরাভো নেন ২টি করে উইকেট।&n𝔉bsp;
১৮ ফেব্রুয়ারি একই ভেন্যুতে দ্বিতীয় কোয়ালিফায়ারের বিজয়ী দলের সঙ্গে ফাইনাল খেলবে সাকিব🤪 আল হাসানের দল ফরচুন বরিশাল।