১.
দুপুরে শুনলাম, সকাল এগারোটার দিকে প্রখ্যাত লেখক, অনুবাদক শেখ আবদুল হাকিম নিজ বাসায় মারা গেছেন। হাকিম ভাইয়ের মৃত্যু সংবাদ শোনার পর মন খারাপ হয়ে গেল। মনে মনে এটাও ভাবতে লাগলাম, হাকিম ভাইয়ের ছেলেবেলার বন্ধু কথাসাহিত্যিক বুলবুল চৌধুরী তো অনেক দিন ধরে ক্যান্সারে আক্রান্ত। তাঁর শরীরের অবস্থা এখন-তখন। দুই বন্ধুই অনেক দিন ধরে অসুস্থ। আমরা পরিচিতরা হাকিম ভাইয়ের চেয়ে বুলবুল চৌধুরীকে নিয়ে বেশি চিন্তিত ছিলাম।
গত ২৬-৩০ বছর ধরে দেখছি হাকিম ভাই আর বুলবুল ভাইয়ের কি অপরিসীম বন্ধুত্ব!
একজনের জন্য আরেকজনের কী দরদ।
বন্ধু বিপদে আছেন শুনলে আপাত বেকার বুলবুল ভাই তার সূত্রাপুরের বাসা থেকে রিকশা নিয়ে ছুটে যেতেন নন্দীপাড়ায় হাকিম ভাইয়ের বাসায়। খোঁজখবর নিতেন।
আমরা ভয়ে ভয়ে ছিলাম বুলবুল ভাইকে নিয়ে, কখন কী হয় না হয়। সেই দুপুরে বুলবুল ভাইয়ের কথা খুব করে মনে পড়ল আমার।
সন্ধেবেলা খবর পেলা🔴ম, টুকা কাহিনী’র স্রষ্ꩲটা বুলবুল চৌধুরীও তাঁর বন্ধুর পথ ধরেছেন।
২.
এই শহরে যে কজন মানুষকে রাগ-অভিমানের পরও খুব আপন জানতাম, স্বজন মানতাম এই দুজন ছিলেন তাঁদের অন্যতম। আজ সেই দুই বন্ধু সলাপরামর্শ করে এক দিনে আমাকে, আমাদের ছেড়ে চলে গেলেন।
এটা কি মেনে নেয়া যায়!
২৮ আগস্ট, ২০২১