• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যুক্তরা‌জ্যে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর


মাহমুদুর রহমান তারেক, যুক্তরাজ্য
প্রকাশিত: অক্টোবর ৪, ২০২১, ১০:২০ এএম
যুক্তরা‌জ্যে টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুর

যুক্ত༒রাজ্যের বাংলাদেশি বংশোদ্ভূত🎃 ব্রিটিশ সংসদ সদস্য টিউলিপ সিদ্দিকের গাড়ি ভাঙচুরের ঘটনা ঘ‌টে‌ছে। 

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর🃏) সকা‌লে এ ঘটনা ঘ‌টে।

কিলবার্ন ও হ্যাম্পস্টেডের লেবার দলীয় এমপি টিউ‌লিপ এই ঘটনার প্রতিক্রিয়ায় গণমাধ্যম&zwnj🎃;কে বলেছেন, এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে কꦗরা হয়েছে। তবে গাড়ির জানালা ভাঙলেও কোনো কিছু গাড়ি থেকে চুরি যায়নি বলে নিশ্চিত করেছেন তিনি। 

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র আরও বলেন, এটি শুধু গাড়ি ভাঙচুর নয়, এটি টার্গেট করে হামলা। এ রকম হেনস্তা করে তাকে তার দায়িত্ব থেকে সরানো যাবে না। তিনি তা𝄹র কাজ করে যাবেন।

এ ঘটনার পর টিউলিপ সিদ্দিক লেবার পার্টির শীর্ষ নেতাদের কাছ থেকে ফোন পেয়েছেন। হাউস অব কমন্সের স্পিকার স্যার লিন্ডসে হোয়🌞েলি এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ফোন করেছেন টিউলিপ সিদ্দিককে। 

উল্লেখ্য, টিউলিপ সিদ্দিক বাংলদেশের স্থপতি বঙ্গবন♚্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ও শেখ রেহানার কন্যা।

Link copied!