যুকಞ্তরাজ্যগামী ভ্রমণকারীদের দেশটিতে প্রবেশে করোনার নেগেটিভ সার্টিফিকেট💙 দেখাতে হবে। শনিবার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় দেশটির সরকার এ ঘোষণা দেয়।
বিশ্বব্যাপী করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন আতঙ𓃲্কের ম‌ধ্যেই যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে এ ঘোষণা আসে। বাংলাদেশসহ সব দেশের ক্ষেত্রে সিদ্বান্ত&zwnꦓj;টি কার্যকর হবে।
যুক্তরাজ্যের স্বাস্থ্য সচিব সাজিদ জাভিদ জানিয়েছেন, ইউকেগামী ভ্রমণকারীদের একটি কোভিড পরীক্ষা করতে হবে। যুক্তরাজ্যে প্রবেশের সময় নেগেটিভ সার্টি&zwn𝔍j;ফিকেট দেখাতে হবে। এ সিদ্ধান্ত মঙ্গলবার থেকে কঠোরভাবে কার্যকর 🦋হবে। ১২ বছর বা তার বেশি বয়সী প্রত্যেককে যুক্তরাজ্যে আসার ৪৮ ঘণ্টা আগে একটি পরীক্ষা করাতে হবে।
সাজিদ জাভিদ আরও জানিয়েছেন, যুক্তরাজ্যে পৌঁছানোর দুই ꦺদিনের মধ্যে পুনরায় করোনা টেস্ট করাতে হবে। এবং পরীক্ষার ফলাফল আসা পর্যন্ত কোয়া🐽রেন্টিনে থাকতে হবে।
তিনি আরও জানান, সোমবার থেকে নাꦆইজেরিয়াকে লাল তালিকায় যুক্ত করা হবে। সেখান থেকে আগত ব্যক্তিদের অবশ্যই ১০ দিনের জন্য হোটেলে কোয়ারেন্টিনে থাকতে হবে।