রেস্তোরাঁ থেকে ছড়িয়ে পড়া আগুনে পুড়ে গেছে নীলক্ষেত এলাকায় অবস্থিত বইয়ের কিছু দোকান। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন🍎্ত্রণে আনে। পুড়ে যাওয়া বই বুধবার সকাল থেকেই সরাতে দেখা যায় দোকান মালিকদের। রাস্তার ওপর স্তূপ করে ফেলা হচ্ছে পুড়ে যাওয়া বই ও অন্যান্য সামগ্রী। করোনার দীর্ঘ ক্ষতির পর এই দুর্ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন বই ব্যবসায়ীরা। নীলক্ষেত এলাকা থেকে ছবি তুলেছেন সাবরিনা মুন্নী
পুড়ে যাওয়া বইয়ের অংশবিশেষ
সকালেও উদ্ধাকর্মীরা কাজ করেন
সকাল থেকে শুরু হয়েছে দোকান পরিষ্কারের কাজ
আগুনের তাপে গলে গেছে প্লাস্টিকের কলমগুলো
পুড়ে যাওয়া বই বেছে আলাদা করা হচ্ছে
দোকান মালিকদের সঙ্গে কাজ করছেন অনেক ভ্রাম্যমাণ পরিছন্নতাকর্মীরাও