• ঢাকা
  • সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ১ পৌষ ১৪৩১, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ডেসটিনি-যুবক

৬০ ভাগ টাকা ফেরত পেতে পারেন গ্রাহকরা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২১, ০৭:৪৩ পিএম
৬০ ভাগ টাকা ফেরত পেতে পারেন গ্রাহকরা

ডেসটিনꦜি ও যুবকের গ্রাহকরা অন্তত ৫০ থেকে ৬০ ভাগ টাকা ফেরত পেতে পারেন বলে জানিয়েছেন বাণ💝িজ্যমন্ত্রী টিপু মুনশি।

রোববার (২৬ সেপ্টেম্বর💮) বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সম্মেলন কক্ষে আয়োজিত এক কর্মশালায় বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, “ডেসটিনি ও যুবকের অনেক সম্পদ রয়েছে। সম্পদগুলোর দামও বেড়েছে অনেক। ন্যায্যমূল্যে বিক্রি করলেও যে 𒐪টাকা পাওয়া যাবে তা🅘 দিয়ে গ্রাহকদের ৫০ থেকে ৬০ শতাংশ টাকা ফেরত দেয়া যাবে।”

মন্ত্রী বলেন, “আইনমন্ত্রী আমাকে বলেছেন এটা আদালত𝔉ের বিষয়। কাউকে (কোনো সংস্থা) দিয়ে সংযুক্ত করে ক্ষতিপূরণ দেয়া যেতে পারে। আইন মন্ত্রণালয় এটা নিয়ে কাজ করছে।”

এদিকে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গ্রাহকদের অন্তত সাত হাজার কোট𝄹ি টাকা আটকে রেখেছে ডেসটিনি ও যুবকের মালিকপক্ষ।

এ সময় ই-কমার্স খাত নিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, “খাতটি এগিয়ে যাচ্ছে। কয়েকটি প্🐠রতিষ্ঠানের জন্য অন্তত ৩০🍰 হাজার প্রতিষ্ঠানকে আমরা বিপদে ফেলতে পারি না।”

বাংলাদেশ প্রতিযোগিত♔া কমিশনের চেয়ারপা♋রসন মো. মফিজুল ইসলামের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য দেন সংস্থাটির তিন সদস্য জি এম সালেহ উদ্দিন, এ এফ এম মনজুর কাদির ও নাসরিন বেগম এবং আইন পরামর্শক মাফরুহা মারফি।

Link copied!