দেশের আ🦋লো🐻চিত ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানের দায়িত্ব নেবে না বাণিজ্য মন্ত্রণালয়।
তাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে এদের বিরুদ্ধে ব্যবস💞্থা নিতে সুপারিশ কর♕েছে মন্ত্রণালয়ের এ সংক্রান্ত কমিটি।
মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে কমিটির বৈঠক শেষে মন্ত্রণালয়ের বিশ্ব বাণিজ্য সংস্থা (ডব্লিউ♉টিও) সেলের মহাপরিচালক ও ডিজিটা♑ল ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান এ তথ্য জানান।
ই-কমার্স সেলের প্রধান হাফিজুর রহমান বলেন, “আজকের সভায় ইভ্যালি, ই-অরেঞ্জ, ধামাকাসহ বিভিন্ন ই-কমার্সের বিষয় উঠে এসেছে। এই প্রতিষ্ঠানগুলো যেহেতু ইতোমধ্যে আইন অমান্য করেছে, সুতরাং মন্ত্রণালয় সরাসরি কোনো দায়িত্ব না নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আইন অনুযায়ী ব্যবস্ꦫথা নিতে সুপারিশ করে দেওয়া হয়েছে।”
এছাড়া স্বরাষ্ট্র ꦦমন্ত্রণালয়ের কাছে এ বিষ🅺য়ে চিঠি পাঠানো হবে বলেও জানান হাফিজুর রহমান।
এর আগে ইভ্যালিসহ ১০ ই-কমার্স প্রতিষ্ঠানে থার্ড পার্টি অডিটꦍর নিয়োগ করে প্রতিষ্ঠানগুলোর প্রকৃত আর্থিক অবস্থা জানতে আলাদা নিরীক্ষা করার সুপারিশ জানিয়ে বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠি দেয় বাংলা💛দেশ ব্যাংক।
𓃲বাংলাদেশ ব্যাংকের ওই চিঠিতে ইভ্যালি ছাড়াও অন্য ৯ প্রতিষ্ঠান হলো ধামাক🌳া, ই-অরেঞ্জ, সিরাজগঞ্জ শপ, আলাদীনের প্রদীপ, কিউকম, বুমবুম, আদিয়ান মার্ট, নিউ ডটকম ডটবিডি ও আলেশা মার্ট।
সম্প্রত🥀ি এসব ই-কমা﷽র্স প্রতিষ্ঠানের আর্থিক চিত্র জানাতে বাণিজ্য মন্ত্রণালয় থেকে বাংলাদেশ ব্যাংকে চিঠি দেয়া হয়েছিল।