করোনা মহামারি মোকাবিলা ও পরবর্তী সময়ে স্বাꦿস্থ্যখাতের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকারে রেখে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে ২০২২-২০২৩ অর্থবছরের বরাদ্দ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। এবার স্বাস্থ্যখাতে ৩৬ হাজার ৮৬৩ টাকা কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা গত ২০২১-২০২২ অর্থবছরে ছিল ৩২ হাজার ৭৩১ কোটি টাকা। চলতি বছরের চেয়ে আগামী অর্থবছরে ৪ হাজার ১৩২ কোটি টাকা বেশি বরাদ্দ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুন) বিকেল ৩টায় জাতীয় সংসদে অর্থমন্ত্রী আ ⛎হ ম মুস্তফা কামাল ছয় লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে ২০২২-২৩ অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এ প্রস্তাব দিয়েছেন।
বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, “করোনা মোকাবিলা ও অর্থনৈতিক পুনরুদ্ধারে নেওয়া উদ্যোগগুলো আমরা আগামী অর্থব🐷ছরেও অব্যাহত রাখব। মহামারি মোকাবিলায় গৃহীত কার্যক্রমসহ করোনা পরবর্তী সময়েও চলমান থাকবে।”
তিনি আরও বলেন, “স্বাস্থ্যখাতের সার্বিক উন্নয়নকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে। এধারা অব্যাহত রাখতে আগামী ২০২২-২০২৩ অর্থবছরে ৩৬𒊎 হাজার ৮৬৩ টাকা কোটি টাকা অর্থ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের বাজেটের শতকরা ১১ দশমিক ২০ শতাংশ বেশি।”
‘কোভিডের অভিঘাত পেরিয়ে উন্নয়নের ধারাবাহিকতায় প্রত্যাবর্তন’ শিরোনামের এই বাজেটে অগ্রাধিকার দেওয়া হয়েছে করোনা মহামারি ও ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের অভিঘাতের বিষয়টি। বিশেষ করে অর্থনীতি পুনরুদ্ধার, কর্মসংস্থান সৃজন, প্রান্তিক জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তার আওতায় নিয়ে আসা, স্বাস্থ্যসেবা নিশ্চিত করা— এই বিষয়গুলোক♎ে বাজেটে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিদায়ী অর্থবছরে মুস্তফা কামালের দেওয়া মূল বাজেটের আকার ছিল ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার। সংশো🌠ধিত বাজেটে তা কমিয়ে ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকায় নামিয়ে আনা হ🌳য়।
নতুন অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার বাজেট জাতীয় সংসদে উপস্থাপন করে꧟ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। ২০২২-২৩ অর্থবছরের জন্য প্রস্তাবিত এই ব্যয় বিদায়ী ২০২১-২২ অর্থবছরের সংশোধিত বাজে🐈টের চেয়ে ১৪ দশমিক ২৫ শতাংশ বেশি। আর মূল বাজেটের চেয়ে ১২ দশমিক ৩২ শতাংশ বেশি।
এর আগে, মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট জাতীয় সংসদে উপস্থাপনের জন🅺্য অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রী ඣশেখ হাসিনার সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে মন্ত্রিসভার এ বিশেষ বৈঠক অনুষ্ঠিত হয়।