সদ্য পদত্যাগী তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানের অশ্লীল, কুরুচিপূর্ণ ও বিতর্কিত অডিও-ভিডিওর ৯৬টি লিংক ফেসবুক ও ইউটিউব থেকে সরানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ ক൩মিশন (বিটিআরসি)।
বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিটিআরসির (সিস্টেম অ্যান্ড সার্ভিসেস) মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম প𒊎ারভেজ গণমাধ্যমকে এ তথ্য জানান।
টেলিকম বিটের সাংবাদিকদের সংগঠন টিআরএনবির সদস্যদের সঙ্গ🌜ে রমনায় বিটিআরসি ভবনে মতবিনিময়কালে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদারের উপস্থিতিতে তিনি একথা জানান।
নাসিম পারভেজ বলেন, &ldquoꦐ;সম্প্রতি মুরাদ হাসানের ইস্যুতে ফেসবুককে ২৬৮ লিংক পাঠিয়েছি। তার মধ্যে ৯৪টি রিমুভ করেছে। এছাড়া ১৭৪টি তদন্তাদীন। আর ইউটিউবে ১২০টির ⛦মধ্যে ২টি রিমুভ হয়েছে।”
এছাড়া সোশ্যাল মিডিয়ার কনটেন্ট সরানোর প্রযুক্তি নেই বলে জানিয়ে বিটিআরসির চেয়ারম্যান বলেন, “ডিজিটাল সিকিউরিটি সেল করার উদ্যোগ নেওয়া হবে। এজন্য অর্গানোগ্রাম পরিবর🐻্তন করা হবে।”
এ সময় মতবিনিময়কালে বিটিআরসির ঊর্ধতন কর্মকর্ত🌳া ছাড়াও টিআরএনবি সভাপতি রাশেদ মেহেদী, সাধারণ সম🍌্পাদক সমীর কুমার দে এবং সংগঠনটির সদস্যরা অংশ নেন।