যুবনেতা শাহীন ভূঁইয়াকে সভাপতি ও জীবন কুমার সাহাকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের নতুন কম🍬িটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ জানুয়ারি)ꦓ রাতে রাজধানীর পল্টনে মৈত্রী মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের প্রথম সম্মেলনে কাউন্সিল অধিবেশনে এ কমিটি নির্বাচিত হয়।
২৩ সদস্যের এই কমিটির সহসভাপতি হয়েছেন আনোয়ার হোসেন, নুরুল ইসলাম গাজী, জাকির হোসেন। সহসাধারণ সম্পা🧜দক হয়েছেন মাহমুদুল হাসান রামিম, নিলয় চৌধুরী, আবুল খায়ের।
কমিটিতে সাংগঠনিক সম্পাদক নির্বাচি🎶ত হয়েছেন রফিজুল 🐻ইসলাম রফিক।
এ ছাড়া দপ্তর👍 সম্পাদক রবিউল ইসলাম রবি, কোষাধ্যক্ষ সাগর হোসেন সবুজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুমন এস, তত্ত্ব-গবেষণা ও প্রশিক্ষণ সম্পাদক দীপায়ন হোসেন, নারীবিষয়ক সম্পাদক রাবেয়া আক্তার, সমাজকল্যাণ সম্পাদক রুপক শীল, সাংস্কৃতিক সম্পাদক তপন দেবনাথ, ক্রীড়া সম্পাদক দেলোয়ার হোসেন দায়িত্ব পেয়েছেন।
এ ছাড়া সদস্য হয়েছেন সদস্য জয় বণিক, গণি মিয়া।
এর আগে শুক্রবার সকালে পল্টন মোড়ে সম্মেলনের উদ্বোধন করা হয়। ‘মার হাঁক হায়দারি হাঁক, কাঁধে নে দুন্দুভি ঢাক ডাক ওরে🌱 ডাক, মৃত্যুকে ডাক জীবন পানে’ এ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ যুব ইউনিয়ন ঢাকা মহানগর দক্ষিণের প্রথ🎐ম সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলন উদ্বোধন করেন নাট্যকার মামুনুর রশীদ। ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি গোলাম রাব্বী খানের সভাপত𝐆িত্বে উদ্বোধনী অনুষ্ঠান অতিথি ছিলেন সংগঠনের সাবেক সভাপতি আনোয়ারুল হক, বর্তমান সভাপতি খান আসাদুজ্জামান মা🐻সুম ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু।
কাউন্সিল অধিবেশন শেষে নবনির্বাচিত কমিটিকে শপথ বাক্য পাঠ করান কেন্দ্রীয় কমিটির সভাপতি খান আসাদুজ্জামান মাসুম। এ সময় কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্নু, প্রেসিডিয়াম সদস্য হাবীব ইমন,🧸 সাংগঠনিক সম্পাদক ম ইব্রাহিম, ঢাকা মহানগর দক্ষিণের🍸 বিদায়ী সভাপতি গোলাম রাব্বী খান উপস্থিত ছিলেন।