গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টা🔯কা প্রত্যাখ্যান করে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শ্রমিক সংগঠন। এ সময় তারা ন্যূনতম মজুরি ২৩ থেকে ২৫ হাজার টাকা করার দাবি জানিয়েছে। পাশাপাশি আন্দোলনে তিন শ্রমিক নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের দাবি জানানো হয়েছে।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের একটি সংগঠন পল্টন মোড় থেকে মিছিল নিয়ে প্রেসক্লাবের সামনে আসে। পরে সেখানে তারা সমাবেশ করে। এর কিছুক্ষণ পর বাংলাদেশ 𝄹ও এস কে গার্মেন্টস অ্যান্ড টেক্সটাইল শ্রমিক ফেডারেশন নামের আরেকটি সংগঠন প্রেসক্লাবের সামনে এসে বিক্ষোভ মিছিল করে। একে একে আরও কয়েকটি সংগঠন সেখানে মিলিত হয়।
সমাবেশে নেতারা বলেন, শ🎶্রমের বিনিময়ে মজুরি চেয়ে শ্রমিকেরা গুলি পাচ্ছেন। ফেডারেশনের নেতারা আন্দোলনে নিহত তিন শ্রমিকের কথা উল্লেখ করে বিচার চান।