• ঢাকা
  • সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৭ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


ব্যাংকে টাকা জমার চেয়ে বেড়েছে উত্তোলন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২৪, ০১:৩১ পিএম
ব্যাংকে টাকা জমার চেয়ে বেড়েছে উত্তোলন

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে বেশ কিছুদিন ধরে ব্যাংকিং খাতে লে𒁃নদেনের ক্ষেত্রে কিছুটা ভিন্নতা দেখা দিয়েছে। রোববার (২৮ জুলাই) সপ্তাহের শুরুর দিনই ব্যাংকে গ্রাহকের উপস্থিতি বেড়েছে। তবে গত কয়েক দিনের মতো ব্যাংকের শাখায়🧸 জমার চেয়ে টাকা তোলার হারই বেশি।

রোববার মতিঝিল, দিলকুশা, পল্টন, দৈনিক বাংলা, ফকিরাপুল এলাকা ঘুরে এ চিত্রই দেখা যায়। এদিন বেলা ১১টার দিকে টাকা তোলার জন্য সোনালী ব্যাংকের লোকাল অফিসে নিজ পরিবারসহ অপেক্ষা করছিলেন মাহাদি। তিনি বলেন, “বাসার জরুরি কাজের জন্য কিছু নগদ টাকার প্রয়োজন। ফরেন এক🥀্সচেঞ্জ শাখায় গিয়েছিলাম। তবে সেখানে টাকা না পেয়ে লোকাল শাখায় এসে টাকা তোলার জন্য অপেক্ষা করছি।”

আসিফ ইকবাল এসেছেন টাকা তুলতে। তিনি বলেন, “জানি না কখন আবার ব্যাংক বন্ধ হয়ে যায়। এ🔴 কারণে কিছু বাড়তি টাকা হাতে রাখতেই আজ টাকা তুলতে এসেছি। পরিবেশ-পরিস্থিতি দেখে এখনো বোঝার উপায় নেই। সবার মাঝেই একটা আতঙ্ক কাজ করছে।”

দিলকুশা ইসলামী ব্যাংকের শাখায় এসেছেন তারিক। তিনি বলেন, “গত কয়েক দিনের আন্দোলনের মুহূর্তে ব্যাংꦛকের এটিএম বুথেও টাকা পাইনি। যা হাতে ছিল সব খরচ করেছি। সপ্তাহের এই তিন দিন অফিস খুলবে, পরে যদি আবার না খোলে। এ কারণে আজ একটু ফ্রি ছিলাম তাই ব্যাং🃏কে এলাম টাকা তুলতে।”

সোনালী ব্যাংকের লোকাল অফিসের এক কর্মকর্তা জানান, সপ্তাহের প্রথম দিনে অনেকের টাকার প্রয়োজন হয়। মাঝে দুই দিন (শুক্র-শনিবার) বন্ধ থাকায় এমনটা হয়ে থ💞াকে।

দেশব্যাপী সহিংসতার পর কারফিউ কিছুটা শিথিল 🌌করায় বুধবার থেকে সীমিত পরিসরেﷺ চালু হয় সরকারি অফিস। বুধ ও বৃহস্পতিবার (২৪ ও ২৫ জুলাই) বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চলে অফিস কার্যক্রম।

রোববার (২৮ জুলাই) থেকে মঙ্গলবার পর্যন্ত সরকারি অফিসের সময়সূচি নির্ধারণ করা হয়েছে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। এ তিন দিন ব্যাংকগুলোর লেনদেন 💮চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। আর লেনদেন পরবর্তী কার্যক্রম পরিচালনার জন্য ব্যাংক খোলা থাকবে ♕সাড়ে ৩টা পর্যন্ত।

Link copied!