নতুন দল গঠন নিয়ে যে খবর ছড়িয়েꦰছে, সেটি সঠিক নয় বলে জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেন, “শেষ দিন পর্যন্ত বিএনপির সঙ্গেই থাকব।”
বুধবার (৮ নভেম্বর) বনানীতে নিজ বা🐼সায় বিএনপিতে থাকা না থাকা এবং আগামী নির্বাচন ভাবনা নিয়ে নিজের বক্তব্য গণমাধ্যমে তুলে ধরেন তিনি।
হাফিজ উদ্দিন বলেন, “রাজনীতির ওপর আগ্রহ হারিয়েছ♈ি। বিএনপির রাজনীতি থেকে🍎ও দূরে আছি। শারীরিক অবস্থা ভালো নয় বলে কোনো রাজনীতির সাথে জড়িত নই।”
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা আরও বলেন, “তথ্যমন্ত্রীর বক্তব্য দৃষ্টিতে এসেছে। আমি কোনো দল খুলছি না। বেগম জিয়া আমার নেত্রী, তিনি বাইরে থাকতে আমার কোনো সমস্যা হয়নি। বেগম জিয়ার অনুপস্থিতিতে দল থেকে অনেক সমস্যার সম্মুখীন 𒊎হচ্ছি।”
হাফিজ বলেন, “আগামী নির্বাচনে অংশ নেওয়ার মতো শারীরিক অবস্ꦰথা নেই। খুব শিগগিরই রাজনীতি থেকে অবসর নেব। তবে বিএনপি যদি এবার নির্বাচনে অ☂ংশ নেয় তাহলে বিএনপি থেকেই নির্বাচনে অংশ নেব।”
মেজর হাফিজ আরও বলেন, “আন্তর্জাতিক মধ্যস্থতায় নির্বাচন হলে তাতে বিএনপির অংশ ꩵনেওয়া উচিত।”