• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


‘তামাক ক্ষতি ছাড়া জীবনে কোনো অবদান রাখে না’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২২, ০৬:২৭ পিএম
‘তামাক ক্ষতি ছাড়া জীবনে কোনো অবদান রাখে না’

তামাক ব্যবসা বন্ধ হয়ে গেলে ৮০ লাখ লোক বেকার হয়ে যাবে এটা সত্য নয় বল♔ে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ✅ইসলাম।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ঢাকা আহছানিয়া মিশন কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪০ সꦅালের মধ্যে তামাক মু🧔ক্ত বাংলাদেশ গড়তে তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের ব্যবস্থা শীর্ষক আলোচনা সভায় তাজুল ইসলাম এ কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, “তামাকের ব্যবহার জনস্বাস্থ্য, অর্থ ও পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। তামাক ক্ষতি ছাড়া জীবনে কোনো অবদান রাখে না। স্বাস্থ্যের গুরুত্ব সকলেই জানে। তাই তামাকের ব্যবহাꦆর সম্পূর্ণ পরিহার করা অপরিহার্য। তামাক ব্যাবহারের নিয়ন্ত্রণ জরুরি।”

তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের বিষয়ে মন্ত্রী বলেন, “সময়ের সঙ্গে সব কিছুই পরিবর্তন হয়। আইনও💦 পরিবর্তন হতে পারে। প্রণীত খসড়াটি যেন꧒ দ্রুত আইনে রূপান্তরিত হয় সে চেষ্টা করতে হবে। তামাকের জন্য যে কোটি কোটি টাকা আয় হচ্ছে বলা হয় সেটা স্বাস্থ্য ক্ষতির তুলনায় কিছুই না।”

প্রধানমন্ত্রীর ঘোষণার বাস্তবায়নে স্থানীয় সরকার বিভাগ কাজ করছে উল্লে💯খ করে তাজুল ইসলাম আরও বলেন, “তামাক নিয়ন্ত্রণে জন্য গাইডলাইন করা হয়েছে।”

স্থানীয় সরকার মন্ত্রী বলেন🍃, “তামাকের চাষা ও উৎপাদন জমির উর্বরতা হ্রাস করে। তামাক প্রক্রিয়াজাতকরণ ও বি🃏ড়ি সিগারেটের ধোঁয়া পরিবেশের জন্য ক্ষতিকর।”

উন্মুক্ত আলোচনায় বিশিষ্টজনরা 🦩তামাকের ক্ষতিকর দিক নিয়ে আলোচনা করেন। দ্রুত খসড়া আইন পাশ ও তামাক মুক্ত বাংলাদেশ আন্দোলন ছড়িয়ে দিতে আহ্বান জানান।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা আহছানিয়া মিশনের স্বাস্থ্য ও ওয়াশ🅰 সেক্টরের পরিচালক জনাব ই🍌কবাল মাসুদ।

বক্তব্য রাখেন মো. সেলিম রেজা, প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, আবদুস সালাম মিয়া, গ্রেন্ডস ম্যানেজার, ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডস, ঢাকা উত✃্তর♏ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রি. জেনারেল ডা. জুবায়দুর রহমান, বাংলাদেশ রেল মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জনাব জালাল আহমেদ এবং দি ইউনিয়নের কারিগরি পরামর্শক এডভোকেট সৈয়দ মাহবুবুল আলম।

Link copied!