নানা বিষয় নিয়ে রাজনীতিকদের নিয়ে টক শোর আয়োজন করে টেলিভিশন চ্যানেলগুলো।ꦕ দর্শকদেরও আগ্রহ থাকে তাদের কথা শুনতে। বিভিন্ন ইস্যুতে প্রতিবাদী কণ্ঠে বক্তব্য দেন টক শোর অতিথিরা।
সম্প্রতি গণমাধ্যমে সমসাময়িক রাজনীতি নিয়ে একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে অংশ নেন বিএনপির এই সাবেক সংসদ সদস্য রুমিন ও যুব মহিলা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি সংরক্ষিত নারী আসনের এমপি নাজমা আখতার।&🤡nbsp;
টক 🍎শোতে একপর্যায়ে দুজনই তুমুল বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন। দুই নেত্রীর ঝগড়𝄹ার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
ভিডিওতে দেখা গেছে, টক শোর একপর্যায়ে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমার খারাপ লাগে। নানা অপবাদ নিয়েও দলকে ক্ষমতায় এনেছেন, সেটা যেকোনো উপায়ে হোক বারবার ক্ষমতায় নিয়ে আনছেন🐈, রাখছেন। তিনি (শেখ হাসিনা) ৩০০ এমপিকে বিনা ভোটে নির্বাচিত করছেন। এসব এমপি নানা রকম সুযোগ সুবিধা পাচ্ছেন শুধু এই ভদ্রমহিলার কল্যাণে। তবে দুঃখের বিষয় উনি (শেখ হাসিনা) কী বক্তব্য দেন, তা তার দলের কেউ ভালো করে শুনেও না।”
রুমিন বলেন, “শেখ হাসিনা বলেছেন, ভারতকে যা দিয়েছি তা সারা জীবন মনে রাখবে।” এ কথা বল🌠ার পরই উত্তেজিত হন নাজমা আখতার।
তিনি রুমিনের উদ্দেশে বলেন, “শওুধু একটি লাইন পড়লে হবে না। আগের লাইনগুলোও পড়েন। পরে পুরো বক্তব্যটি ব্যারিস্টার রুমিন পড়ার চেষ্টা করলে দুজনের মধ্যে তুমুল বাগ্বিতণ্ডা শুরু হয়।
তখন রুমিন ফারহানা নাজমার উদ্দেশে বলেন, “আপনি সময় নিয়েও টান মার💝েন, আবার পুরো বক্তব্যও শুনতে চাইবেন? আপনার প্রধানমন🦩্ত্রী কী বলে তা জানেন না, এটা খুব দুঃখজনক।”
পাল্টা জবাবে সংরক্ষিত আসনের এমপি না🧜জমা বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আপনার খারাপ লাগার কথা না, খারাপ লাগতে পারে আপনার বাবার। আপনি প্রধানমন্ত্রীর কাছে গাড়ি বাড়িসহ নানা সুযোগ-🌌সুবিধা নেবেন আবার সমালোচনাও করবেন।”