সাড়ে ৫ মাস পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে পেঁয়াজ আমদান🧜ি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ মে) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ভারඣত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ নিয়ে একটি ট্রাক হিলি বন্দরে ღপ্রবেশ করে।
তথ্যটি নিশ্চিত করেছেন পানামা✅ পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক।
সোহরাব হোসেন মল্লিক জানান, হিলি বন্দর দিয়ে সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে বগুড়ার মেসার্স আরএস এন্টার প্রাইজ নামের একটি আমদানিকারক প্রতিষ্ঠান ৩০ মেট্রিক টন পেঁয়াজ🌊 আমদানি করে🗹ন।
আমদানিকারকের প্রতিনিধি আহম্মেদ সরকার বলেন, “পেঁয়াজ রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞা থাকায় সাড়ে ৫ মাস পেঁয়াজ আমদানি বন্ধ ছিল। গত ৪ মে꧟ নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ায় আজ প্রথম হিলি বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু হলো।”