• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৫ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


নাচে-গানে বসন্তবরণ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৪, ২০২৪, ০৫:১৪ পিএম
নাচে-গানে বসন্তবরণ
গান আর নাচে বসন্তকে বরণ করে নিয়েছে সমগীত। ছবি : সংবাদ প্রকাশ

প্রকৃতিতে ফাল্গুনের হাওয়া, বসন্তের উন্মাদনা। ঋতুরাজকে স্বাগত জানাতে প্রকৃতি সেজেছে বর্ণিল সাজে। গাছে গাছে পলাশ-শিমুলের খেলা। প্রকৃতিও অনল ভালোবাসার রঙে নিজেকে সজ্জিত❀ করেছ✨ে। সব মিলিয়ে প্রকৃতি জানান দিচ্ছে আজ পহেলা ফাল্গুন।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গায় শুরু হয় বসন্ত উৎসব।এ উৎসবকে ঘিরে নানা বয়সের মানুষের ভিড় জম💧েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের বটতলায়। গান আর নাচে বসন্তকে বরণ করে নেন তারা। 

এ অনুষ্ঠানের আয়োজন করে সমগীত। 

দেখা গেছে, বাসন্তী রঙের শাড়ি, কপালে টিপ, হাতে চুড়ি, পায়ে নূপুর, খোঁপায় ফুল অথবা রিং জড়িয়ে বটতলায় জড়ো হয়েছেন তরুণীরা। পাশাপাশি হলুদ পা🐠ঞ্জাবি আর গালে, কপালে রঙের দাগ লেগে হাজির হয়েছেꦰ তরুণরাও। প্রকৃতির সঙ্গে নতুন সাজে সেজেছেন তারা। তাদের উচ্ছ্বাস মনে করিয়ে দিয়েছে কবির কবিতার লাইন, ‘ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত’।

সংগঠনটির সাধারণ সম্পাদক বীথি ঘোষ সংবাদ প্রকাশকে বলেন, “এবারের আয়োজন নিয়ে আমাদের ১৭তম অনুষ্ঠান। প্রতিবছর আমাদের সংগঠনের পক্ষ থেকে গানে গানে বসন্ত উৎসবকে বরণ করে নেওয়া হয়। যা বাঙালির ঐতিহ্যকে ধরে রাখার চেষ্টা করছি আমরা।”
 

Link copied!