• ঢাকা
  • বুধবার, ২১ আগস্ট, ২০২৪, ৬ ভাদ্র ১৪৩১, ১৬ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


কলকাতায় ছিনতাই হওয়া ফোন ঢাকায় উদ্ধার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২৪, ১০:৫৩ এএম
কলকাতায় ছিনতাই হওয়া ফোন ঢাকায় উদ্ধার

ভারতের কলকাতা থেকে ছিনতাই হওয়া একটি আইফোন ঢাকার♎ কেরানীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। 🦩;

রোববার (৩০𝄹 জুন) রাজধানীর কেরানীগঞ্জের এক ব্যক্তির কাছ থেকে শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মিলটন কুমার দেব দাসের নেতৃত্বে আইফোনটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ🧸 জানিয়েছে, উদ্ধার হওয়া আইফোনটির মালিক মৌটুসী গাঙ্গুলি নামের ভারতীয় এক নাগরিকের। 

আইফোনটি গত বছরের ২৬ জুলাই কলকাতার বেনিয়া পুকুর থানা এলাকার পার্ক সার্কাস থেকে তাঁর ছিনতাই হয়। পরে ২৭ জুলাই মৌটুসী গাঙ্গুলির মেয়ে অস্মিতা গাঙ্গুলী বেনিয়া পুকুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। এরপর তিনি ভারতে বসে প্রযুক্তি ব্যবহার করে জানতে পারেন ফোনটি বাংলাদেশে এসেছে। এরপর তিনি ইন্টারন🍌েটের মাধ্যমে ঢাকা মোট্রোপলটিন পুলিশের শাহজাহানপুর থানার এসআই মিলটন কুমার দেবের খবর পান। এসআই মিলটন কুমার বিভিন্ন সময় ছিনতাই ও চুরি হওয়া মোবাইল উদ্ধার করেছেন।

এরপর তিনি কলকা☂তায় অবস্থিত ভারতীয় হাইকমিশনের মাধ্যমে জিডির কপি বাংলাদেশে পাঠান এবং এসআই মিল্টনের সঙ্গে যোগাযোগ করেন। একপর্যায়ে এসআই রোববার ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থেকে ফোনটি উদ্ধার করেন।  

বিষয়টি নিশ্চিত করে মিলটন কুমার দেব দাস সাংবাদিকদের বলেন, উদ্ধার হওয়া আইফোনটি ভারতীয় দূতাবাসের মাধ্যম♛ে মৌটুসী গাঙ্গুলি🍬কে বুঝিয়ে দেওয়া হবে।

Link copied!