• ঢাকা
  • সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৮ পৌষ ১৪৩১, ২১ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মাদক মামলায় পরীমনিকে আদালতে হাজিরের আবেদন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২২, ০৩:২২ পিএম
মাদক মামলায় পরীমনিকে আদালতে হাজিরের আবেদন

মাদক মামলায় নায়িকা শামসুন্নাহার স্মৃতি ওরফে পরীমনিকে আদালতে হাজিরের আবেদন করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবী। এদিকে তার আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত (সুরভী) এর বিরোধিতা করেছেন। পরীমনিকে পরবর্তী সাক্ষ্যগ্রহণের𒀰 জন্য ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।

রোববার (৪ সেপ্টেম্বর) মামলার বাদী র‌্যাব-১-এর কর্মকর্তা মজিবর রহমানকে ঢাকার বিশেষ জজ আদালত-১০-এর বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে জেরা করেন আসামিপক্ষের আইনজীবীরা। জেরা শেষে পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য এ দিন ধার্য ক♍রেন আদালত।

পরীমনিকে আদালতে হাজিরের বিষয়ে রাষ্ট্রপক্ষের আইনজীবী মাহাবুবুল হাসান বলেন, “অন্তঃস্বত্ত্বা থাকায় পরীমনির পক্ষে তার আইনজীবীরা হাজিরা দিতেন। এখন▨ তিনি মা হয়েছেন। তাই আমরা রাষ্ট্রপক্ষ থে💝কে ধার্য তারিখে তাকে সশরীরে আদালতে হাজির হওয়ার আবেদন করছি।”

পরীর আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত বলেন, “মাসখানেক হলো পরীমনির সন্তান হয়েছে। তিনি এখনও পুরোপুরি সꦕুস্থ না🍬।”

সরকা♕রিভাবে মাতৃত্বকালীন ছুটি ছয় মাস, পরীমনি সুস্থ হলে আ✅দালতে হাজিরা দেবেন বলে জানিয়েছেন তার আইনজীবী।

উভয়পক্ষের শুনানি শে🔯ষে আদালতে আবেদনটি নথিভ🍬ুক্ত করেন।

গত বছরের ৪ আগস্ট অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। তার বাসা থেকে বিভিন্ন ধরন🍬ের মাদক জব্দ করা হয় বলে জানানো হয় র‌্যাবের পক্ষ থেকে। আটকের পর তাদের নেওয়া হয় র‌্যাব সদর দপ্তরে। পরে তার বিরুদ্ধে বনানী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলার দুই মাসের মাথায় ওই বছরেরই ৪ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক কাজী মোস্তফা ক🦩ামাল পরীমনিসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। ৫ জানুয়ারি পরীমনিসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলার অভিযুক্ত অন্য দুই আসামি হলেন আশরাফুল ইসলাম ও কবিཧর হোসেন।

Link copied!