• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সাকিবের কোম্পানিকে আইএফআইসি ব্যাংকের নোটিশ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১, ২০২৪, ০৩:১৯ পিএম
সাকিবের কোম্পানিকে আইএফআইসি ব্যাংকের নোটিশ

জাতীয় ক্রিকেট দলের স💫াবেক অধিনায়ক সাকিব আল হাসꦍানের মালিকানাধীন ‍‍`সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড‍‍`-এর কাছে ঋণের টাকা ফেরত চেয়ে আইনি নোটিশ দিয়েছে আইএফআইসি ব্যাংক।

বৃহস্পতিবার (৩১ অক্টোবর) ব্যাংকট🧜ির বনানী শাখা নেগোশিয়েবল ইন্সট্রুমেন্ট অ্যাক্ট অনুযায়ী দৈনিক পত্রিকার মাধ্যমে আইনি নোটিশ দিয়েছে।

নোটিশে ব্যাংকটি বলেছে, “এই নোটিশ পাওয়ার ৩০ কার্যদিবসের মধ্যে কোম্পানিটিকে ব্যাংকটির মোট পাওনার ৪ দশমিক ১৪ কোটি টাকা শোধ করতে হবে। এ সময়ের মধ্যꦬে পরিশোধ না হলে সাকিবের কোম্পানির বিরুদ্ধে আইন🃏 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

ব্যাংকটি আরও জানায়, “সাকিব আল হাসান এগ্রো ফার্ম লিমিটেড‍‍`- এর চেয়া🐠রম্যান হিসেবে সাকিব দায়িত্ব পালন করছেন। কোম্পানিটির কার্যক্রম সাতক্ষীরায়। কোম্পানিটি ২০১৭ সালে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে এক কোটি এবং টার্ম লোন হিসেবে ১ দশমিক ৫০ কোটি টাকা ব্যাংক থেকে নিয়েছে। পরবর্তীতে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে নেওয়া টাকা সময়মতো পরিশোধ না করায় ব্যাংকটি এই টাকা মেয়াদি লোনে পরিবর্তন করে। টাকা ফেরত চেয়ে কয়েক দফা নোটিশ দেওয়ার পর কোম্পানিটি ব্যাংককে চলতি বছরের ৪ সেপ্টেম্বর দুটি চেক দেয়। তবে সংশ্লিষ্ট অ্যাকাউন্টে যথেষ্ট টাকা না থাকায় চেক বাউন্স করেছে।”

ক্রিকেটার সাকিব আল হাসান বিগত ২০১৬ সালে সাতক্ষীরার শ্যামনগর উপকূলের দাতিনাখালি এলাকায় সড়কের ধারে গড়ে তোলেন একটি কাঁকড়া খামার। নাম দেন ‍‍`সাকিব আল হাসান এগ্র🍨ো ফার্ম‍‍`। ২০২১ সাল থেকে কোম্পানিটি বন্ধ আছে বলে জানা যায়।

ব্যাংকটি আরও জানায়, সুদে-🉐আসলে বর্তমানে সাকিবের কোম্পানির কাছে মোট পাওনা ৪ দশমিক ১৪ কোটি টাকা।

Link copied!