• ঢাকা
  • মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪, ৪ ভাদ্র ১৪৩১, ১৪ সফর ১৪৪৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


সিলেটে অবিবাহিতের সংখ্যা বেশি, সারা দেশে চিরকুমারের সংখ্যা কত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৩:২৮ পিএম
সিলেটে অবিবাহিতের সংখ্যা বেশি, সারা দেশে চিরকুমারের সংখ্যা কত
ছেলেদের আড্ডা। ছবি : সংগৃহীত

বাংলাদেশে অবিবাহিত মানুষের হার সিলেট বিভাগে বেশি। এ বিভাগের প্রাপ্তবয়স্কদের মধ্যে ৫৭ দশমিক ৮৩ শতাংশ পুরুষ ও ৪৪ দশমিক ৯১ শতাংশ নারী এখনো 𒈔বিয়ে করেননি।

সম্প্রতি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (ব🌠িবিএস) ‘স্যাম্পল ꦜভাইটাল স্ট্যাটিসটিক্স (এসভিআরএস) প্রতিবেদন ২০২২’-এ এমন তথ্য উঠে এসেছে।

প্রতিবেদ𝐆নে বলা হয়, অবিবাহিত মানুষের দিক দিয়ে দেশের দ্বিতীয় অবস্থান রয়েছে চট্টগ্রাম বিভাগ। এ বিভাগের ৫৫ শতাংশ প্রাপ্তবয়স্ক এখনো বিয়ে করেননি।

জানা গেছে, বাংলাদেশে সাধারণত ৫০ বছꦍরের বেশি বয়সে বিয়ে করার হার খুবই কম। সেই হিসাবে ৫০ বছর বয়স পার হলেও যারা বিয়ে করেন না, কিছু ব্যতিক্রম বাদে তাদের বেশিরভাগই সারা জীবন অবিবাহিত থাকেন। তাদের চিরকুমার বা চিরক🎐ুমারী বলা হয়। এই হিসেবে দেশে বর্তমানে চিরকুমার ও চিরকুমারির সংখ্যা ৭ লাখ ১১ হাজার ৮৩১ জন।

বিবিএসের বয়সভিত্তিক অবিবাহিতಌদের তথ্য পর্যালোচনা করে দেখা যা꧒য়, দেশে বর্তমানে পঞ্চাশোর্ধ্ব নারী-পুরুষ রয়েছেন ২ কোটি ৮৮ লাখ ২৫ হাজার ৬৭৬ জন। এর মধ্যে এক কোটি ৫১ লাখ ৭৮ হাজার ৩১২ জন পুরুষের মধ্যে পাঁচ লাখ ২২ হাজার ১৩৩ জন অবিবাহিত রয়েছেন। বিপরীতে পঞ্চাশোর্ধ্ব এক কোটি ৩৬ লাখ ৪৭ হাজার নারীর মধ্যে কখনো বিয়ে করেননি এক লাখ ৮৯ হাজার ৬৯৮ জন। এই হার পঞ্চাশোর্ধ্ব নারীর প্রায় দেড় শতাংশ।

রাজশাহী বিভাগে অবিবাহিত🥃 সবচেয়ে কম। এ বিভাগের ৪৩ দশমিক শূন্য ১ শতাংশ পুরুষ এখনো অবিবাহিত রয়েছেন। রাজশাহীর পর অবিবাহিত পুরুষের হার সবচেয়ে কম খুলনা ও রংপুরে। তবে অবিবাহিত নারীর হার সবচেয়ে✨ কম খুলনা বিভাগে।

Link copied!