সাবেক সংসদ সদস্য (এমপি) জান্নাত আরা হেনরীর প্রায় ৭৯ কোটি টাকার স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ﷽ও অবরুদ্ধের নির্দেশ দিয়েছেন আদালত।
রোববার (১২ জানুয়ারি) ঢাকার মহানগর দায়রা জজ ও সিন♋িয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হജোসেন এই নির্দেশ দেন।
তথ্যটি নিশ্চিত করেছে𒉰ন দুর্নীতি দমন কমিশনের (দুদক) বিশেষ পিপি রেজাউল করিম রেজা।
জাউল করিম রেজা বলেন, “দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ নির্দেশ দে🅺ন। দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদ সাবেক এই এমপির স্থাবর-অস্থাবর সম্পদ ক্রোক ও অবরুদ্ধের আবেদন করেন।”
হেনরীর যেসব স্থাবর সম্পদ ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে তার মধ্যে রয়েছে সিরাজগঞ্জে সাততলা ভবনসহ জমি, সিরাজগঞ্জে জমিসহ ভবন, সিরাজগঞ্জে জমিসহ দোতলা ভবন, সিরাজগঞ্জ ও ঢাকার মিরপুরের দুটি ফ্ল্যাট এবং সিরাজগঞ্জ, পটুয়াখালী, নারায়ণগঞ্জ ও রূপগঞ্জের ম🅘োট ২২ দশমিক ৪৭ একর জমি।
এসব স্থাবর সম্পত্তির মোট মূল্য ১৬ কোট💮ি ৭৫ লাখ ২৩ হাজার ২২৯ টাকা।
অস্থাবর সম্পদের মধ্যে হেনরীর ১৬টি গাড়ি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে, যার মূল্য ৪ কোটি ২ লাখ ৫০ হাজার টাকাꦆ। এ ছাড়া তার ১৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ১৯টি ব্যাংক হিসাবে তার ৫৬ কোটি ৬৫ লাখ ১৯ হাজার ৯২ টাকা রয়েছে।
এ ছাড়া হিন্দি অপটিক্যাল ফাইবার লিমিটেড কোম্পানির ৩৫ হাজার শেয়ার, এনআরএফ ইকো ব্রিকসের ৫৯ হা🧸জার শেয়ার, জেসমিন কনস্টেক লিমিটেডের ৩৪ হাজার শেয়ার ও ইআরএলএ লিমিটেডের ১ হাজার ৫০০ শেয়ার অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চারটি কোম্প𝓡ানিতে থাকা এসব শেয়ারের মূল্য দেখানো হয়েছে ১ কোটি ৩৪ লাখ টাকা।
বর্তমানে হেনরী কারাগারে রয়েছেন। কারাগারে থাকা অবস্থায় ৬ জানুয়ারি দুꦇদকের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। গত ২২ ডিসেম্বর হেনরীর বিরুদ্ধে ৭৮ কোটি টাꦆকা অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এ মামলা করে দুদক।
এর আগে গত ৩০ সেপ্টেম্বর হেনরী ও তার স্বামী শামীম তালুকদার লাবুকে মৌলভীবাজার থেকে গ্রেপ♋্তার করা হয়।