• ঢাকা
  • সোমবার, ০২ ডিসেম্বর, ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


আগুনে পোড়েনি সিন্দুকের প্রায় ৪ লাখ টাকা, ধারণা হাবিবের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৩, ০২:১২ পিএম
আগুনে পোড়েনি সিন্দুকের প্রায় ৪ লাখ টাকা, ধারণা হাবিবের

রাজধানীর বঙ্গবাজারের আগুনে ভ﷽বনের দোতলায় সাদমান টেইলার্সের প্রায় ৫০-৬০ লাখ টাকার মাল পুড়ে ভস্ম হলেও, দোকানের সিন্দুকে থাকা ৩ লাখ ৯৫ হাজার টাকা অক্ষত আছে বলে ধারণা দোকানমালিক হাবিবের।

মঙ্গলবার (৪ এপ্রিল) ঘটনাসꦿ্থলে গিয়ে দেখা যায় গরম সিন্দুক ধরে রেখেছেন হাবিব। মাঝেমধ্যে খোলার চেষ্টাও করছেন।

হাবিব বলেন, “দোকানে ৫০-৬০ লাখ টাকার মাল ছিল। সব আগুনে ভস্ম হয়ে গেছে। তবে ভাগ্য একটু ভালো, যে মাল রক্ষা না করতে পারলেও সিন্দুকটি রক্ষা করতে পেরেছি। সিন্দুকে প্রায় ৩ লাখ ৯৫ হাজার টাকা আছে। চাবি খুঁজে পাচ্ছি না! ফায়ার সার্ভিসের লোকজন বলছে এটা ফায়ার প্🐎রুফ। আশা করছি টাকাগুলো অক্ষত আছে।”

এর আগে, সকাল ৬টার দিকে বঙ্গবাজারে এই আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার💃্ভিসের অর্ধশত ইউনিট কাজ করছে। আনুষ্ঠানিকভাবে এখনো আগুনের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের ৫০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ও বিমানবাহিনীর প্রায় সাড়ে ছয় ঘণ্টার চেষ্টায় বেলা ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে এরই মধ্যে বঙ্গবাজার মার্কেট,🏅 মহানগর মার্কেট, আদর্শ মার্কেট ও গুলিস্তান মার্কেট পুরোপুরি ভষ্মীভূত হয়। পাশের এনেক্সকো টাওয়ার এবং আরও কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয় আগুনে। এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে বাংলাদ🤡েশ সেনাবাহিনী ও বিমানবাহিনী সম্মিলিতভাবে কাজ করছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মালিকানাধীন বঙ্গবাজার চা𒉰রটি ইউনিটে বিভক্ত। বঙ্গবাজার কমপ্লেক্স, গুলিস্তান ইউনিট, মহানগর ইউনিট ও আদর্শ ইউনিট মিলিয়ে মোট দোকানের সংখ্যা ২ হাজার ৩৭০টি। এর আগে ১৯৯৫ সালে একবার ভয়াবহ আগুনে পুড়ে যায় বঙ্গব𝕴াজার। পরে নতুন করে গড়ে তোলা হয় ওই মার্কেট।

Link copied!