দ্বাদশ জাতী💟য় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ-১ (সিরাজদিখান -শ্রীনগরে) আসনে বাতিল হওয়া মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেয়েছেন গ💟োলাম সারোয়ার কবীর।
সোমবার (১১ ডিসেম⛎্বর) দুপুর ১২টায় নির্বাচন কমিশনের আপিল বিভাগে তার মনোনয়নপত﷽্র বৈধ ঘোষণা করা হয়।
মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর গোলাম সারোয়ার কবীর সাংবাদিকদের বলেন, “আমার জনপ্রিয়൩তায় ভীত হয়ে একটি মহল ষড়যন্ত্র করেছে। আমার সমর্থক নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হয়ে মাঠে আছেন। আমাদের বিশ্বাস আছে জয়ী হব।”
এর আগে, সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হতে গেলে💖 নির্বাচনী এলাকার ১ শতাংশ ভোটারদের সমর্থনমূলক স্বাক্ষর তালিকা জমা দিতে হয়। এ তালিকায় ভোটারের স্বাক🌺্ষর ত্রুটিপূর্ণ থাকার অভিযোগ এনে গত ৩ ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম সারোয়ার কবীরের মনোনয়নপত্র বাতিল করেন।