নির্বাচন কমিশনের আচর꧂ণবিধি মেনে চলার অঙ্গীকার করেছেন গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ༒আওয়ামী লীগের প্রার্থী আজমত উল্লাহ খান।
রোববার (৭ মে) বিকালে প্রধান নির্বাচন কমিশনার ꦆ(সিইসি) কাজী হাবিবুল আউয়াল, অন্য নির্বাচন কমিশনারসহ ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের উ⛦পস্থিতিতে নির্বাচন ভবনে শুনানিতে অংশ নিয়ে তিনি এ অঙ্গীকার করেন।
শুনানি শেষে সাংবাদিকদের আজমত উল্লাহ খান বলেন, “আমাকে দুটি চিঠি দেওয়া হয়েছিল। এতে যে ধারাগুলো উল্লেখ করা হয়েছিল, আমি আমার অবস্থান পরিষ্কার করেছি। শুধু একজন প্রার্থী হিসেবে নয়, দেশের নাগরিক হিসে🐠বে একটি নির্বাচন অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবার জন্য আমার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা থাকবে। নির্বাচনী আচরণবিধি যেটা রয়েছে, এটা আমার কমিটমেন্ট, যে এ আচরণবিধি সম্পূর্ণ মেনে চলব।”
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমি আমার অবস্থানটা তুলে ধরেছি। যে সভা ওনারা করেছেন সেটা হয়ত অজ্ঞতার কারণে হতে পারে। হতে পারে যে এটা যেহেতু সিটি করপোরেশনে বাইরে...। যাই হোক আমার অবস্✨থান সম্পূর্ণভাবে তুলে🦩 ধরতে সক্ষম হয়েছি। এখন সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে।”
তিনি বলেন, “ভুলে হয়েছে কি না, যে ধারাগুলোর ক🤡থা আপনারা বলছেন, ৭, ১১, ৫ ধারার যে কথাটা, যেহেতু মন্ত্রী সাহেব সভায় গেছেন সেটা ওনাকে যদি ডাকা হয়, ওনার ব্যাখ্যা ওনি দেবেন। কিন্তু আমার জ্ঞাতসারে আমি নির্বাচন বিধিমালার কোনো লঙ্ঘন করিনি।”
তিনি আরও বলেন, “আমি স্পষ্টভাবে কমিশনকে বলেছি এবং ভবিষ্যতেও যে আচরণব🎀িধি কোনো ভঙ্গ হবে না, সে প্রতিশ্রুতি আমি দিয়েছি। এই প্রতিশ্রুতি শুধু আজ না, এটা আছে এবং থাকবে।”
আজমত উল্লাহ খান নির্বাচনী আচরণবি⭕ধি ভঙ্গ করায় তার প্রার্থিতা কেন বাতিল করা হবে না, সেই ব্যাখ্যা দিতে গত ৩০ এপ্রিল কমিশন তলব করেছিল।