২০১৯ সালেই রাজধানীর বঙ্গবাজারকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছিল 𝔍ব🌺লে জানিয়েছেন সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো.মাইন উদ্দিন।
মঙ্গলবার ꦬ(৪ এপ্রিল) দুপুর স🍬োয়া ১টার দিকে এক ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন আরও বলেন, পানির অভাব, বাতাস ও উৎসুক জনতা এই তিন কারণে বঙ্গবাজারের আগুন নেভাতে দেরিꦰ হয়🐠েছে। তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে আরও সময় লাগবে।
মো. মাইন উদ্দিন, “২০১৯ সালে এই মার্কেটকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করি আমরা। এর পরে ১০ বার নোটিশ দেয়া হয়েছে। ෴তারা আমলে নেয় নাই।”
ফায়ার সার্ভিসের মহাপরিচালক জানান, অগ💟্নিনির্বাপণে ৬৫০ জন ফায়ার ফাইটার ও ২০০ জনের অধিক সেনাবাহিনীর সদস্য অংশ নিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ৮ জন আহত হয়েছেন♕।
এ সময় ফায়ার সার্ভিস দপ্তরে হামলার ঘটনায় ক্ষ🤡েꦰাভ প্রকাশ করেন তিনি।