আসন্𒁃ন উপজেলা পরিষদ নির্বাচন পরিচালনা ও আচরণ বিধিমালা সংশোধনের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের যে স্বাক্ষরের বিধান ছিল, এটা আর লাগবে না। তবে জামানত বাড়ানোর প্রস্তাব করেছে কমিশন।
মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আগারগাঁওয়ের নির্বাচন ভব꧋নের সভাকক্ষে অনুষ্ঠিত ব𒀰ৈঠকে এ সিদ্ধান্ত নেয় ইসি।
বৈঠক 🔯শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, “স্বতন্ত্র প্রার্থীদের ২৫০ জন ভোটারের স্বাক্ষর লাগত, এটা লাগবে না। তবে উপজেলা ভোটে চেয়ারম্যান প্রার্থীর 👍জামানত বাড়িয়ে এক লাখ টাকা এবং ভাইস চেয়ারম্যানের ৭৫ হাজার টাকা করা হয়েছে।
জাহাংগীর আলম আরও বলেন, “পরিবর্তন আনা হয়েছে পোস্টারে। সাদা-কালো পোস্টারের পাশাপাশি রঙিন পোস্টার ব্যবহার করা যাবে। প্রতীক বরাদ্দের আগে সীমিত পরিসরে প্🌸রচারণা করা যাবে। কাস্টিং ভোটের ১৫ শতাংশ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে।”
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০ꦬ১৩-এর সংশোধনীতে ২৬টি এবং উপজেলা প্রদত্ত পরিষদ (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬-এর সংশোধনীতে আটটি বিধান সুপারিশের প্রাথমিক খসড়া তৈরি করা হয়েছে।
গত ৭ ꦇফেব্রুয়ারি ইসির আইন ও বিধিমালা সংস্কার কমিটির সভাপতি নির্বাচন কমিশনার বেগম রাশেদা সুলতানার সভাপতিত্বে বৈঠকে এ সুপারিশ প্র❀স্তুত করা হয়।