• ঢাকা
  • রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৭ পৌষ ১৪৩১, ২০ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


যেসব আয়ের জন্য কর দিতে হবে না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৩, ০৪:৫১ পিএম
যেসব আয়ের জন্য কর দিতে হবে না
প্রতীকী ছবি

আয়কর হচ্ছে ব্যক্তি বা সত্তার আয় বা ꦇলভ্যাংশের ওপর প্রদেয় কর। আয়কর অধ্যাদেশ ১৯৮৪-এর আওতায় কর বলতে অধ্যাদেশ অনুযায়ী প্রদেয় আয়কর, অতিরিক্ত কর, বাড়তি লাভের কর💖, এতদসংক্রান্ত জরিমানা, সুদ বা আদায়যোগ্য অর্থকে বোঝায়। অন্যভাবে বলা যায়, কর হচ্ছে রাষ্ট্রের সব জনসাধারণের স্বার্থে রাষ্ট্রের ব্যয় নির্বাহের জন্য সরকারকে প্রদত্ত বাধ্যতামূলক অর্থ।

চলতি অর্থবছরে (২০২৩♈-২৪) রিটার্ন দাখিলের সময় ২২ খাতে আয় করলে কোনো কর দিতে হবে না। তবে শর্ত হলো, করমুক্ত ও কর অব্যাহতিপ্রাপ্ত আয় থাকলে তা রিটার্ন ফরমে উল্লেখ করতে হবে। চলুন সেসব আয় সম্পর্কে জেনে নেওয়া যাক।

২০২৩-২৪ অর্থবছরে করমুক্ত আয়ের খাতগুলো হলো

১. সরকারি ಞপেনশন তহবিল থেকে করদাতা কর্তৃক গৃহীত বা করদাতার বকেয়া পেনশন।

২. সরকারি আনুতোষিক তহবিল থেকে করদাতা 💟🅷কর্তৃক নেওয়া অনধিক ২ কোটি ৫০ লাখ টাকা আয়।

৩. কোনো স্বীকৃত ভবিষ্য তহবিল, অনুমোদিত বার্ধক্য তহবিল, পেনশন তহবিল এবং অনুমোদিত আনুতোষিক তহবিল থꩲেকে তাদের সুবিধাভোগীদের মধ্যে বিতরণ করা আয়, যা ওই তহব๊িল থেকে করারোপিত হয়েছে।

৪. ভবিষ্য তহবিল আইন, ১৯২৫ (১৯২৫ সালের ১৯ নং আইন) প্রযোজ্য এ ধরনের কোনো ভবিষ্য তহবিলে উদ্ভূত বা উপচিত অথবা ভ🏅বিষ্য তহবিল থেকে উদ্ভূ🌠ত কোনো আয়।

৫. সরকারি সংস্থা, স্থানীয় কর্তৃপক্ষ বা স্বায়ত্তশাসিত অথবা আধা-স্বায়ত্তশাসিত সং🌳স্থা ও তাদের নিয়ন্ত্রিত ইউনিট বা প্রতিষ্ঠানের কোনো কর্মচারী কর্তৃক স্বেচ্ছায় অবসর গ্রহণের সময় এই উদ্দ🌊েশ্যে সরকার কর্তৃক অনুমোদিত কোনো পরিকল্পনা অনুসারে নেওয়া যেকোনো পরিমাণ অর্থ।

৬. পেনশনারস সেভিংস সার্টিফিকেট থেকে সুদ হিসেবে নেওয়া কোনো অর্থ বা অর্থের সমষ্টি, যেক্ষেত্রে সংশ্🍌লিষ্ট আয়💟বর্ষের শেষে ওই সার্টিফিকেটের বিনিয়োগ করা অর্থের মোট পুঞ্জীভূত অর্জিত মূল্য-প্রকৃত মূল্য- আক্ষরিক মূল্য-ক্রয়মূল্য অনধিক পাঁচ লাখ টাকা।

৭. কোনো নিয়োগকারী কর্তৃক কোনো কর্মচারীর ব্যয় পুনর্ভরণ যদি সম্পূর্ণভাবে এবং আবশ্যকতা অনুসারে কর্মচারীর দায়িত্ব পালনের সূত্রে ব্যয় করা হয়। নিয়োগকারীর জন্🔴য ওই কর্মচারীর মাধ্যমে এই ধরনের নির্বাহ সর্বাধিক সুবিধাজনক ছিল এমন ব্যয়।

৮. কোনো অংশীদারি ফার্মের অংশীদার ܫহিসেবে কোনো করদাতা কর্তৃক মূলধনি আয়ের অংশ হিসেবে পাওয়া আয়ের অংশ, যার ওপর ওই ফার্ম কর পরিশোধ করেছে।

৯. সনাতন যৌথ পরিবারের সদস্য হিসেবে একজন করদাতার পাওয়া সেই অর্থ, যার কর ওই পরিবার পরিশো❀ধ 🧸করেছে।

১০. বাংলাদেশি কোনো স্বাভাবিক ব্যক্তি করদাতার বিদেশে উপার্জিত আয়, যা তিনি বৈদেশিক রেমিট্যান্স সম্পর্কিত ব🐎িদ্যমান আইন অনুসারে বাংলাদেশে আনেন।

১১. কোনো করদাতার ওয়েজ আর্নার্স ডেভলপমেন্ট ফান্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, পাউন্ড স্টারলিং ইনভেস্টমেন্ট বন্ড বা পাউন্ড স্টারলিং প্রিমিয়াম বন্ধ থেকে পাওয়া অ♏র্থ।

১২. রাঙামাটি, বান্দরবান ও খাগ❀ড়াছড়ি পার্বত্য জেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কোনো স্বাভাবিক ব্যক্তির আয় যা কেবল ওই পার্বত্য জেলায় পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে উপার্জন করেছেন।

১৩. কোনো স্বাভাবিক ব্যক্তির কৃষি থেকে আয় খাতের আওত🌊াভুক্ত অনধিক ২ লাখ টাকা পর্যন্ত।

১৪. ২০২০ সালের জুলাই থেকে ২০২৪ সালের ৩০ জুনের মধ্যে ২৭ ধরনের প্রযুক্তিনির্ভর কোনো ব্যব𓆉সা থেকে উপার্জিত আয়। নিবাসী ব্যক্তি বা অনাবাসী ব꧂াংলাদেশি- উভয়ের ক্ষেত্রে এটি প্রযোজ্য।

১৫. ২০২০ সালের জুলাই থꦺেকে ২০২৪ ꦦসালের ৩০ জুনের মধ্যে হস্তশিল্প রপ্তানি থেকে প্রাপ্ত অর্থ।

১৬. যেকোনো পণ্য উৎপাদনে 🐻জড়িত ক্ষুদ্র বা মাঝা🦄রি শিল্প থেকে প্রাপ্ত আয়।

১৭🎀. শর্ত সাপেক্ষে ব্যাংক, বিমা বা কোনো আর্থিক প্রতিষ্ঠান ছাড়া কোনো ব্যক্তির জিরো কুপন বন্ℱড থেকে পাওয়া অর্থ।

১৮. ‘চাকরি থেকে আয়’ হিসেবে পরিগণিত আয়ের এক-তৃতীয♒়াংশ বা ৪ লাখ ৫০ হাজার টাকার কম।

১৯. বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল🔯্যাণ ট্রাস্ট থেকে পাওয়া কোনো ব্যক্তির সম্মানী বা ভাতা প🎉্রকৃতির কোনো অর্থ বা সরকারের কাছ থেকে পাওয়া কোনো কল্যাণ ভাতা।

২০. সরকার থেকে কোনো ব্যক্তির গ্রহণ করা কোনো পুরস💟্কার।

২১. কোনো বৃদ্ধাশ্রম পরিচালনা থেকে পাওয়া আয়।

২২. ২০৩০ সালের ৩০ জুনের মধ𒉰্যে বাংলাদেশের পতাকাবাহী সমুদ্রগামী জাহাজ পরিচালনায় অর্জিত আয়, যা ফরেন রেমিট্যান্স সংক্রান্ত বিধান অনুসরণ করে বাংলাদেশে আন💞া হবে।

এদিকে নতুন আয়কর রিটার্ন বিধিম꧑ালা অনুযায়ী, এখন থেকে বার্ষিক আয় পাঁচ লাখ টাকার কম হলেই এক পাতার ফরম পূরণ করে আয়কর রিটার্ন দাখিল করা যাবে।

এনবিআরের সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশে এখন কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) ব্যক্তির সংখ্যা ৭৪ লাখ ২৪ হাজার ৩৯৭। চলতি বছরে মাত্র ২৬ লাখ করদাতা বার্ষিক আয়কর বিবরণী জমা দিয়েছেন। বাকি ৪৮ লাখ টিআইএনধা𒊎রী আয়কর রিটার্ন দাখিল করেননি।

Link copied!