যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার অনুরোধ জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, “যত্রতত্র কোরবা𝓡নির বর্জ্য ফেলবেন না। দ্রুত বর্জ্য অপসারণ করতে জনগণের সহযোগিতা দরকার। আমরা নগরবাসীকে কাউন্সিলরদের মাধ্য🌱মে পলিব্যাগ, ব্লিচিং পাউডার, স্যাভলন সরবরাহ করেছি।”
সোমবার (১৭ জুন) মিরপুর গোলারটেক ♉মাঠে ডিএনসিসির ঈদের প্✃রধান জামাত শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মেয়র।
মেয়র আতিক বলেন, “বর্জ্য অপসারণে ১০ হাজারের বেশি পরিচ্ছন্নতাকর্মী নিয়োজিত আছেন। ডিএনসিসির কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও আমি নিজে মাঠে আছি। কোরবানির ♚বর্জ্য পলিব্যাগে ভরে নির্দিষ্ট জায়গায় রেখে দেবেন। আমাদের কর্মীরা সংগ্রহ করবে।”
ঢাকা উত্তরের মেয়র আরও বলেন, “নির্ধারিত ছয় ঘণ্টায় কোরবানির বর্জ্য অপসারণের সব প্রস্তুতি রয়েছে। নগরবাসীর প্রতি অনুরোধ আমাদের পরিচ্ছন্নতাকর্মীদের সহযোগিতা করুন। হটলাইন নম্বর ১৬১০৬ এ ফোন করে বর্জ্যে🙈র বিষয়ে তথ্য জানাবেন। কন্ট্রোল রুম থেকে ব্যবস্থা নেবে।”