ডিজিটাল জালিয়াতি সম্ভবꩵ নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী💮 হাবিবুল আউয়াল।
বুধবার (৭ সেপ্টেম্বর) নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ🍬 কথা বলেন সিইসি।
প্রধান নির্বাচꦰন কমিশনার বলেন, “ডিজিটাল জালিয়াতি সম্ভব, এই কথা তো প্রথম দিন থেকেই বলা হচ্ছে। আমরা এটা নিরসন করার জন্য প্রচুর সময় নিয়েছি।”
সব দলকে প্রযুক্তিবিদ নিয়ে এসে যাচাই করে দেখ𓂃তে বলেছি বলে মন্তব্য করেন তিনি।
সিইসি বলেন, “আমরাও ওদে♏র কথা আমলে নিয়ে পরীক্ষা করেছি। বাজারে যে কথা চালু রয়েছে, ডিজিটাল জালিয়াতির সপক্ষে আমরা কোনো প্রমাণ পাইনি।”
দলগুলো যদি নির্দিষ্ট করে না বলতে পারে কীভাবে জালিয়াতি সম্ভব, তাহলে তো হলো না উল্𒆙লেখ করে তিনি আরও বলেন, “আমরা দৃঢ়ভাবে বলতে চাচ্ছি ডিজিটাল জালিয়াতি সম্ভব নয়। আমাদেরই প্রমাণ করতে হবে ডিজিটালি জালিয়াতি সম্ভব নয়, এটা কিন্তু আইনগত ভাষা নয়।”
কাজী হাবিবুল আউয়াল আরও বলেন, “যারা অভিযোগ করছেন তারাই আমাদের দেখিয়ে দেবেন লিখিত এবং মৌখিকভাবে যে কীভাবে জালিয়াতি সম্ভব। আজ অব্দি কোনো দল এই💟 কথাটা বলেননি বা দেখাননি। কতগুলো দল এসেছিল, আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছি। পাঁচ-সাতটি দল সরাসরি ইভিএমের পক্ষে বলেছে, কতগুলো দল শর্ত সাপেক্ষে বলেছে।”