ঢাকা-১৭ আসনে নির্বাচনের ফল বাতিল ও পুনর্নির্বাচনের দাবি জানিয়ে নির্বাচন কমি🔴শনের কাছে আবেদন করেছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম।
রোববার (২৩ জুলাই) দুপুর🌱 ১২টার💦 দিকে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে গিয়ে আবেদন জমা দেন ওই আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেওয়া হিরো আলম।
সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিরো আলম বলেন, “নির্বাচনটা সুষ্ঠু নির্বাচন হয় নাই। সেদিন তারা জাল ভোট দিয়েছে। আমার কাছে ভিডিও ফুটেজ আছে, ১২ থেকে ১৩ বছরের ছেলে মেয়ে🤪রা ভোট দিচ্ছে। একটা মেয়ে ১০ থেকে ১৫টা ভোট দিয়েছে। তাদের জোড় করে ভোটকেন্দ্রে পাঠানো হয়েছে। সেই ভিডিও ফুটেজ সহকারে প্রধান নির্বাচন কমিশনারের কাছে জমা দিয়েছি। আমরা এ ফলাফল বাতিল চাই। পুনরায় নির্বাচনের জন্য এখানে এসেছি।”
তিনি বলেন, “আপনারা ভিডিও ফুটেজ দেখেন। সেদিন ভোট কত সুষ্ঠু হয়েছে। মন্ত্রিপরিষদকে, স্পিকারকে, বিনীত অনুরোধ করবো আরাফাত ভাই যাতে শপথ গ্রহণ না করতে পারেন। কারণ মানুষের সাক্ষী- প্রমাণের ওপ🐠র সবকিছু নির্ভর করে। ভিডিও ফুটেজ আপনারা সবাই দেখবেন। রিটার্নিং কর্মকর্তা বলেছিলেন প্রধান নির্বাচন কমিশনার বরাবর চিঠি দিতে পারেন। এ 🥂জন্য এখানে আপিল করলাম। আপিলের শুনানি দেখার অপেক্ষায় আছি।”
তিনি আরও বলেন, �ജ�“আমাকে নিরাপত্তা তারা দেয় নাই। আমি জীবন বাঁচানের জন্য যখন বিজিবির গাড়ির পাশে গেলাম একটা লোকও কিন্তু নামে নাই। ডিএমপি কমিশনারের ফারুক সাহেবের কথা দুঃখজনক। কারণ তারা নিরাপত্তা দিতে ব্যর্থতা অর্জন করছে।”
সামনে নেত্রকোনা-৪ আসনের নির্বাচন, আপনি কি সেখানে ভোট করবেন, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “না। আমি কেন। 🐓আমি ঢাকা শহরে থাকি ঢাকা শহরে🉐 নির্বাচন করব।”
এসময় তিনি ক্ষোভ প্রকাশ আরও বলেন, “এদেশে সুষ্ঠু ভোটের ༺পরিবেশ নেই। কারণ আমি এই সরকারের অধিনে তিনটে নির্বাচন করলাম। ২০১৮ সালে নির্বাচন করেছি, তখন মার খেয়েছি। ২০২৩ সালে বগুড়ায় উপনির্বাচন করলাম সেখান মার খেলাম, আবার এখানে নির্বাচন করলাম, এখানেও মার খেলাম। তাহলে এই সরকারের অধিনে সুষ্ঠু নির্বাচন কীভাবে আশা করি।”