ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে ‘আয়নাঘর’ কিংবা ‘ভাতের হোটেল’ থাকবে না 𝄹বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার ও ডিবি প্রধান রেজাউল করিম মল্লিক।
শনিবার (৫ অক্টোবর) দুপুরে রাজধানীর মিন্টু রোডে ডিএমপꩵির মিডিয়া সেন্টারে আয়োজিত মিট দ্য প্রে🅺সে তিনি এসব কথা বলেন।
রেজাউল করিম মল্লিক বলেন, “বিগত সময়ের মতো ডিবি কার্যালয়কে ভাতের হোটেল বানানো হবে না। এটি এ𒅌কটি আস্থার জায়গা। যেকোনও ভুক্ত♕ভোগীই আমাদের সহায়তা পাবেন।”
ডিবিপ্রধান আরও বলেন, “যে পুলিশ সদস্যদের বিরুদ্ধে অভিযোগ উঠবে কিংবা কোনো 🎉অপরাধের সঙ্গে যুক্ত হবে, তাদের আইনের আওতায় আনা হবে।”
ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, “এখানে মানুষ ন্যায় বিচার পাবে। ডিবিতে কোনো নায়ক-নায়িকা বা সেলিব্রেটিদের সময় কাটানোর জায়গা হবে না। আসামি যেই হোক না কেন, সে বিচার পাবে। গ্রেপ্তার আসামিদেরও নির্যাতন করা হবে না। ডিবি অফিস🌃ের নাম শুনে আর যেন কেউ আতঙ্কিত না হয়, শুধু আসামিরাই যেন ভয় পায়।”