বর্তমান দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের ꧅পরিমাণ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (২৩ নভেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন কেন্ꦰদ্রীয় ব্যাংকের নির্বাহ💙ী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক।
মেজবাউল হ🃏ক বলেন, “চাহ𓃲িদা ও যোগান মিলিয়ে বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ দশমিক ১৬ বিলিয়ন ডলার।”
মেজবাউল হক আরও বলেন, “অর্থনীতি শক্তিশালী করতে যে যে পদক্ষ🐎েপ নেওয়া হয়েছে, সেগুলো ইতিবাচক দিকে যাওয়া শুরু করেছে।”