♔ঈদের দিন, ঈদের আগে ও পরের তিন দিনসহ মোট সাত দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদে🍨র।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (🐎বিআরটিএ) সভাকক্ষে ঈদযাত্রা নিরꦕাপদ ও নির্বিঘ্নকরণ সংক্রান্ত সভায় তিনি এ তথ্য জানান।
ঈদযাত্রায় মোটরসাইকেল🗹ে দুর্ঘটনা বেশি হয় জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “মোটরসাইকেলের উপদ্রবটা বেশি। বিষয়টা দেখতে হবে। সিগন্যালে যদি এক ঝাক মোটরসাইকেল দেখেন, দেখবেন হেলমেট আছে। আবার যদি এক ঝাক দেখেন হেলমেট নেই তাহলে বুঝবেন, এরা পলিটিক্স করে।”
ট্র্যাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে সেতুমন্ত্๊রী বলেন, “পুলিশের যারা আছেন, তাদের অ🥂নুরোধ করব, আমি পার্টির সেক্রেটারি, আমি রং সাইড দিয়ে যাচ্ছি? রং সাইড দিয়ে যাওয়ার ক্ষেত্রে কোনো আপস করবেন না।”
তিনি বলেন, “ঈদের সময়ে সব পোশাক কারখানায় যেন একই সময়♊ে ছুটি না হয়, সমন্বয় করে ছুটি দিতে শ্রম মন্ত্রণালয় ও গার্মেন্টস মালিকদের দৃষ্টি আকর্ষণ ক🧜রছি।”
তিনি আরও বলেন, “ব෴িভিন্ন সেতুতে টোল প্লাজায় বুথ স🌸ংখ্যা বাড়াতে হবে। সবাই মিলে সম্মিলিত প্রয়াসের মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব। তবে, সংশ্লিষ্টদের মোটরসাইকেলের প্রতি নজর রাখতে হবে।”