নৌপরিবহ🐈ন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, চীন বাংলাদেশের মেরিটাইম সেক্টর এবং মোঙলা🦋 বন্দরের আধুনিকায়নে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে।
বুধবার (২৩ আগস্ট) সচিবালয়ে নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরীর স𓄧ঙ্গে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন (Yao Wen) এক সাক্ষাতে এই আগ্রহের কথা জানান। তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অর্থনৈতিক উন্নয়ন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করেন।
প্রতিমন্ত্রী বলেন, “চীন ও বাংলাদেশের মধ্যে ༺বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে; এ সম্পর্ক যাতে আরও বেꦇশি মজবুত করা যায়, সে বিষয়ে উভয় দেশ কাজ করছে।”
বাংলাদেশে চীনের বিনিয়োগের প্রকল্পগুল☂ো চলমান রয়েছে। করোনার ধাক্কা, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের পরেও উন্নয়ন প্রকল্পগুলো এগিয়ে চলছে। মহামারী ও যুদ্ধের কারণে অন্যান্য দেশে অসুবিধা হলেও বাংলাদেশ এগিয়ে যা💝চ্ছে।
সাক্ষাত শেষে সাংবাদিকদের সঙ্গে চী🃏নের রাষ্ট😼্রদূত বলেন, “বাংলাদেশে আগামী নির্বাচন নিয়ে চীন কোনও হস্তক্ষেপ করবে না। দেশ কে পরিচালনা করবে-সেটা দেশের জনগণ নির্ধারণ করবে।