কর্মচারী নীতিমালা প্রণয়নের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন𝓡 বিশ্ববিদ্যালয়টির কর্মচারীরা।
শনিবার (১৬▨ মার্চ) সকাল থেকে তাকে অবরুদ্ধ করে রাখেন প্রাꦐয় পাঁচ শতাধিক কর্মী।
এদিকে কর্মচারী নেতা দিপু সংবাদমাধ্যমকে বলেন, “আমরা উপাচার্যকে তার রুমে অবরুদ্ধ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো আমরা একটি কর্মচারী নীতিমালা চাচ্ছি। বর্তমান প্রশাসন গত তিন বছর ধরে টালবাহানা করে সময় পার করছে। বর্তমান উপাচার্যের মেয়াদ আগামী ২৮ মার্চ শেষ হবে। অথচ তিনি এখনো বলছেন তোমরা 🐭কাজে যাও আমি দেখ𓄧ব।”
উপাচার্যের বিরুদ্ধে কথা না রাখার অভিযোগ করে দিপু বলেন, “বর্তমান উপাচার্যের সময়কালে সর্বশেষ সিন্ডিকেটের সভা আগামী ২০ তারিখ। সেটা সমস্ত অবৈধ কাজের মধ্যে কღরে নিয়ে যাচ্ছে। শুধু আমাদের ন্যায্য দাবি নিয়ে টালবাহানা।”
এদিকে অধ্যাপক শারফুদ্দিন আহমেদ অবরুদ্ধ হয়নি বলে দাবি করছে বিশ্ববিদ্যালয়ের জনসংযো🌼গ বিভাগ।
এ বিষয়ে জানতে চাইলে জনসংযোꦇগ বিভাগে কর্মরত সুব্রত বিশ্বাস বলেন, “একটা জটলা রয়েছে। কর্মচারীরা কিছু দাবিদাওয়া নিয়ে স্যারের কাছে এসেছেন। তবে অবরুদ্ধ করা হয়েছে, তা সঠিক নয়। স্যারসহ আমাদের কার্যালয়ে লোকজন আসা যাওয়া করছে।”
অন্যদিকে জনসংযোগ বিভাগের এমন দাবি প্রত্যাখ্যান করে আন্দোলনরতর🦄া জানান, উপাচার্য ভেতরে আছেন। আমরা এখানে ৪০০-৫০০ জন কর্মচারী অবস্থান করছি। জনসংযোগ বিভাগ টাকা খেয়ꦦে ভিসির অনৈতিক কাজে সমর্থন দিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তারা।