আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী🙈 ওবায়দুল কাদের বলেছেন, “বিএনপি লুটপাটের বাজেট বলছে, তারাই ছিল লুটপাট আর দুর্নীতিতে শীর্ষে। তℱাদের মুখে এসব শোভা পায় না।”
শনিবার (৩ জুন) সকাল ১১টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে প্༒রস্তাবিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, “স্বাধীনতার পর জিডিপি ১০০ বিল꧂িয়ন হতে সময় লেগেছিল ৩৯ বছর। আজকে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ৪০২ বিলিয়ন বৃদ্ধি পেয়েছে🏅।”
রিজার্ভ কমা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, “আমদানির ব্যয় বেশি বেড়ে যাওয়া রিজার্ভ কিছু কমেছে। তবে এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই। পৃথিবীর অনেক দেশের রিজার্ভ এখন তলানিতে। অর্থনীতির কারণে আজকে আর্জেন্টিনার প্রেসিডেন্ট নির্বাচন না করার সিদ্ধান্ত 🌜নিয়েছেন।”
ওবায়দুল কাদের আরও বলেন, “২০৪১ সালের মধ্যে বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে এই বাজেট দেওয়া হয়েছে। কৃ🥂ষিকে আমাদের বা🐻ঁচিয়ে রাখতে হবে। আমাদের দেশ কৃষি প্রধান হওয়ায় এখনো খাদ্য সংকটে পড়তে হয়নি।”
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “প্রধানমন্ত্রী কাতারে গিয়েছিলেন দেশের স্বার্থে। জ্বালানি সংকট নিরসনে, 🐭এতে আমাদের লাভ হয়েছে। অথচ বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে প্রকাশ্যে শত্রুতা করছেন এবং অপপ্রচার চালিয়ে যাচ্ছেন।”
ওবায়দুল কাদের বলেন,🌃 “শুধু বাไংলাদেশেই নয়, সারাবিশ্বে আজকে সবকিছুর দাম বেড়েছে। আমরা কাউকে কষ্ট দিচ্ছি না। বিশ্ব পরিস্থিতির কারণে মানুষ কষ্ট পাচ্ছে।”
সেতুমন্ত্রী বলেন, “নিউইয়র্ক টাইমসসহ সবাই আজকে শেখ হাসিনার প্রশংসা করছে। রূপান্তরের যে রূপকার, তাকে নিয়ে আজকে সারাবিশ্ব প্রশংসা করছে। কিন্তু 💟বিএনপি এটা মেনে নিতে পারছে না। প্রশংসা তো দূরের কথা। বিরোধী দলকে আমরা প্রতিপক্ষ ভাবলেও ত𝓀ার ভাবে শত্রু।”
ওবায়দুল কাদের বলেন, “পৃথিব𓃲ীতে যেভাবে পানির সংকট দেখা দিয়েছে, এ নিয়ে ও দেশে দেশে সংকট 🌌দেখা দিতে পারে।”
এ সময় ভারতে ঘটে যাওয়া ভয়াবহ ট্রেন দুর্ঘটনা🍸য় শোক প্রকাশ꧋ করেন ওবায়দুল কাদের।
সংবাদ সম্মেলনে উপস্থিতি ছিলেন সংসদের উপনেতা ও আওয়ামী লীগে𓆏র সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, সভাপতিমণ্ডলীর সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, সাংগঠনিক সম্পাদক মির্꧙জা আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম, উপদপ্তর সম্পাদক সায়েম খান।