পূর্ব নির্ধার🗹িত সমাবেশের স্থান পরিবর্তন করꩲেছে বিএনপি। নতুন ঘোষণা অনুযায়ী হাতিরঝিলের লেকপাড়ে সমাবেশ করবে দলটি।
রোববার (২🙈৫ সেপ্টেম্বর) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন।
শায়রুল কবির খান বলেন, “রোববার দুপুর আড়াইটায় বাড্ডা মাদানি অ্যাভিনিউ ইউনাইটেড ইউনিভার্সিটি সংলগ্ন দলের যে সমাবেশ কর্মসূচি ছিল তার স্থান পরিবর্তন করা হয়েছে। এ স্থানের পরিবর্তে বাড্ডা হাইস্কুল সংলগ্ন গুলশান-হাতিরঝিল লেকের পাড় গুদারা ঘাটে সমা꧑বেশ অনুষ্ঠিত হবে।”
ঢাকা মহানগর উত্তর বিএনপি-বাড্ডা জোন আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমানউল্লাহ আমান। প♎রিচালনা করবেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক।