• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


বাণিজ্যমেলায় ব্লেজার বিক্রেতাদের মাথায় হাত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৯, ২০২৪, ০২:০২ পিএম
বাণিজ্যমেলায় ব্লেজার বিক্রেতাদের মাথায় হাত
ক্রেতা না থাকায় অলস সময় পার করছেন বিক্রেতারা। ছবি : সংবাদ প্রকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় শুরুতে বড়দের একটি ব্লেজার বিক্রি হতো সর্বনিম্ন ২২০০ টাকায়। এখন ছাড় দিয়ে সেটি বিক্রি হচ্ছে ১ౠ৫০০ টাকায়। ♍তাতেও ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। শীত কমে যাওয়ায় ব্লেজারের চাহিদা পড়ে গেছে বলে জানান তারা।

বিক্রেতারা বলছেন, জানুয়ারির মাসে 🃏শুরুতে মেলা শুরু হলে ব্লেজারের চা♎হিদা থাকতো। কারণ তখন বেশ শীত ছিল।

মেলা ঘুরে দেখা যায়, ব্লেজারের ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয়েছে। আবার ৬ পিসসহ ব্লেজার ৪০০০ হাজার টাকায় পাওয়া যাচ্ছে। এ ছাড়া শুরুতে ছোটদের ব্লেজারে যেখানে ২০০০ হাজার♛ টাকা বিক্রি হতো সেখানে এখন ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।  

রফিক নামের এক ব্লেজার ব্যবসায়ী সংবাদ প্রকাশক🎃ে বলেন, “এখন গরমের পড়ছে। তাই ব্লেজার বিক্রি হচ্ছে খুব কম। আর যাদের টাকাপয়সা বেশি আছে, তারা ডিসকাউন্টের সময় ১-২ ব্লেজার কিনে রাখছেন।”

আব্দুল্লাহ নামের এক ক্রেতাဣ𓆏 সংবাদ প্রকাশকে বলেন, “এখন গরম পড়ছে, তাই ব্লেজারের চাহিদা কম। কাপড়ের মান খারাপ, দামও তুলনামূলক বেশি।”

Link copied!