ফ্লোর প্রাইস তুলে নেওয়ার পর প্রথম লেনদেনের দিন রোববার (২১ জানুয়ারি) শ🅠ুরুতেই বড় পতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
এদিন লেনদেন শুরুর প্রথম ১০ ম🐷িনিটেই সূচকের ২১৪ পয়েন্ট পতন হয়েছে। এ সময় ২০৯টির শেয়ারের দাম কমে এবং ৭টি শেয়ারের দর বৃদ্ধি পায়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, ২১৪ পয়েন্꧒ট পতনের পর সূচক এসে দাঁড়িয়েছে🗹 ৬ হাজার ১২১ পয়েন্টে। পতন হয়েছে বাকি দুটি সূচক ডিএসইএস ও ডিএসই৩০-এরও।
এ সময় ডিএসই শরিয়াহ সূচক ডꦆিএসইএস ৩৯ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৯ ꧑পয়েন্ট এবং ডিএসই৩০ সূচক ৪১ পয়েন্ট কমে দুই হাজার ৮৮ পয়েন্টে এসে দাঁড়িয়েছে।
এদিন প্রথম ১০ মিনিটে ডিএসইতে লেܫনদেনের পরিমাণ ৪৭ কোটি ৪৮ লাখ টাকা।