বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সܫতর্ক অবস্থান নিয়েছে ছাত্রলীগ। সংগঠনটির নেতা-কর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়েছেন। এ সময় তারা কয়েকজন বিএনপি সমর্থকের মোবাইল ফোন চেক করে তাদের পুলিশেꦜ দিয়েছেন।
শনিবার (১০ ডিসেম্বর) নীলক্ষেতের তোরণের সামনে বিএনপি সমর্থক সন্দেহে ১০-১২ জনকে আটক করেন ছাত্র෴লীগের নেতা-কর্মীরা। পরে তাদের মোবাইল ফোন চেক করে ও মারধর করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, “দুই দফায় ১০-১২ জনকে আম♕রা পুলিশে দিয়েছি। বিএনপি ও ছাত্রদলের সন্ত্রাসীরা নাশকতার প𝓡রিকল্পনা নিয়ে ঢাকায় এসেছে। এসব সন্ত্রাসীকে রুখতে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ আছে।”
নীলক্ষেত পুলিশ ফা✤ঁড়ির ইনচার্জ মো. জাফর জানান, বিষয়টিไ তার জানা নেই।