• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


রাজনীতিতে যোগ দেবেন কি না, জানালেন আজহারী


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১২, ২০২৫, ১০:৫২ এএম
রাজনীতিতে যোগ দেবেন কি না, জানালেন আজহারী
মিজানুর রহমান আজহারী। ছবি : সংগৃহীত

দীর্ঘদিন মালয়েশিয়া থ🍎াকার পরඣ দেশে এসে আবারও ওয়াজ-মাহফিল শুরু করেছেন মিজানুর রহমান আজহারী। ৫ আগস্টের পটপরিবর্তনের পর অনেকে তাকে রাজনীতিতে যুক্ত হওয়ার কথা বলছেন। এ বিষয়ে মিজানুর রহমান আজহারী বলেছেন, “অনেকে আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছেন। আমি রাজনী‌তিতে আস‌তে চাই না। আমি কোরআনের খেদমতে কাজ করি। এর বাইরে আমি কোনো কিছু করতে চাই না।”

এ সময় তি‌নি নতুন൲ বাংলাদেশে কাদা ছোড়াছুড়ি বন্ধ করার আহ্বান জানান।

শ‌নিবার (১১ 𒆙জানুয়া‌রি) সি🎶লেটের ঐতিহ্যবাহী এমসি কলেজ মাঠে আঞ্জুমানে খেদমতে কোরআনের উদ্যোগে তিন দিনব্যাপী ৩৬তম তাফসির মাহফিলের শেষ দিনে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ড. মিজানুর রহমান আজহারী ব‌লে‌ন, ‘আমি একটি ওয়াজের ময়দানে বলেছিলাম এক দল খেয়ে গেছে, আরেক দল খাওয়ার জন্য রেডি। এই বক্তব্যটি নিয়ে অনেক রাজনৈতিক নেতা ও ভাই মন খারাপ করেছেন। আ﷽মি কারও মনে কষ্ট দিতে এ কথা বলিনি। যা সত্যি তা-ই বলেছি।’

আজহারী ব‌লেন, ‘এ কথার পর অন꧅েকেই আমাকে রাজনীতির মাঠে আসার কথা বলেছেন। তাদের উদ্দেশꦯে বলব, আমি কোরআনের খেদমতে কাজ করি। তার বাইরে আমি কোনো কিছু করতে চাই না।’

মাওলানা আজহা‌রী আরও ব‌লেন, ‘নতুন বাংলাদেশে কাদা ছোড়াছুড়ি বন্ধ করে স♒ব রাজনৈতিক দলের নেতাদের শপথ নিতে হবে যে আমরা কেউ চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দুর্নীতি🐭 করব না।’

তি‌নি ব‌লেন, ‘একটি নতুন বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ ও মুগ্ধরা। শহীদদের স্বপ🎃্নের বাংলাদেশ নির্ম💞াণে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!