ফরিদপুর-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দার বাশাগাড়ি নামক স্থানে বাস-ট্রাকের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। রোꦍববার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৮টার দিকে এ সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্൲শীরা জানায়, রোববার সকাল পৌনে আটটার দিকে নগরকান্দার বাশাবগাড়ি নামক স্থানে কুষ্টিয়ার দিক থেকে আগত আরিফ মীম (ফরিদপুর ব ১১-০১৭২) পরিবহনের বাসটির সাথে একটি ট্রাকের সংঘর্ষ হয়। ট্রাকের সাথে এ সংঘর্ষে ঘটনাস্থলেই আরিফ মীম পরিবহনের দুই যাত্রী নিহত নিহত হন। ওই বাসে থাকা অন্তত ২৫ যাত্রী এ সময় আহত হয়েছেন। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এখনো নিহত ও আহতদের নাম পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
ফরিদপুর ফায়াꦬর সার্ভিস স্টেশন অফিসার জানান, “আমরা সকালে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করি। ♑আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বাসের ভেতর অন্য কোনো যাত্রী রয়েছে কি না সেগুলো তল্লাশি শেষে উদ্ধার কার্যক্রম শেষ করা হয়।
ঘন কুয়াশা ও সড়কের পরিস্থিতি খারাপ থাকার কারণে এ ধরনের সড়ক🅺 দুর্ঘটনা ঘটছে বলে তিনি জান🥃ান।
এদিকে সড়ক দুর্ঘটনার কারণে🅷 দুই পাশের সড়কে যানজট লেগে গেলে ෴নগরকান্দা থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ গিয়ে যানজট পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।
নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা 🐈(ওসি) মোহাম্মদ সফর আলী বলেন, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।