• ঢাকা
  • শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


শেষ দিকে এসে ছাড়ের হিড়িক বাণিজ্যমেলায়


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৪, ০৪:১২ পিএম
শেষ দিকে এসে ছাড়ের হিড়িক বাণিজ্যমেলায়
ক্রেতা আকর্ষণে বিভিন্ন পণ্যের ওপর ছাড় দিচ্ছে স্টলগুলো। ছবি : সংবাদ প্রকাশ

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ২১তম দিন আজ রোববার। মেলা প্রাঙ্গণে চলছে কেনাবেচার ধুম। মেলা চলবে আর মাত্র ৯ দিন। তাই শেষ দিকে এসে ক্রেতা আকর্ষণে বিভিဣন্ন পণ্যের ও🍸পর ছাড় দিচ্ছে স্টলগুলো।

প্রতিবছরই শেষ সময়ে মেলায় বিক্রি বাড়ানোর জন্য নিজেদের পণ্যে লোভনীয় সব অফার দিয়ে থাকেন বিক্রেতারা। ক্রেতা আকৃষ্ট করতেই মূলত ব্🍬যবসায়ীদের এমন উদ্যোগ। ১টি কিনলে ২টি ফ্রি, এক পণ্যের দামে পাঁচ পণ্য, ঘর সাজাতে ৬০ টাকার পণ্য নিন এমন অফারে অনেক দর্শনার্থীরাই হুমড়ি খেয়ে পড়েন প্যাভিলিয়নগুলোতে। আবার কেউ কেউ পণ্যের ওপর সরাসরি ১০-৫০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছেন।

মো. শোভন নামের এক ব্লেজার ব্যবসায়ী সংবাদ প্রকাশকে বলেন, “এবার মেলায় খুব একটা বেশি সুবিধা করতে পারেনি আমরা। শুরুতে ব্লেজারের রেট বসিয়ে চাহিদা মতো বিক্রি করা যায়নি। তাই ꦏমেলার শেষ সময়ে এসে ব্লেজারে আমরা অফার বসিয়ে দিয়েছি। যেমন, ২২০০ টাক⛦া ব্লেজার এখন বিক্রি করছি ১৬০০ টাকায়। এমন ছোটদের ব্লেজারেও আমরা ছাড় দিয়েছি।”

বাণিজ্য মেলার শুরুর দিকে শুধু আশপাশের এলাকার মানুষকে আসতে দেখা 𝓡গেলেও এখন দূর-দূরান্ত থেকেও অনেকে আসছেন। ছুটির দিনগুলোতে কেনাকাটারꦑ পাশাপাশি মেলায় অনেকে ঘুরতে আসছেন। মেলায় ঘুরতে আসা বেশিরভাগ দর্শনার্থীরা বলছেন, যোগাযোগ সুবিধা ও মেলার পরিবেশ ভালো থাকায় পরিবার, আত্মীয় ও বন্ধু-বান্ধব নিয়ে মেলায় বেড়াতে এসেছেন।

কাপড়ে ১০ শতাংশ ডিসকাউন্ট দেখে মেলায় জামা এসেছিলেন রুবিনা ইসলাম। তিনি সংবাদ প্রকাশকে বলেন, “শুরুতে একবার মেলায় এসেছিলাম। তখন সব🐭 পণ্যে দাম বেশি দেখে কোনো কিছু কেনা হয়নি। পরে ভাবলাম শেষ সময়ে পণ্যে অফার চলবে তখন কিনবো। তাই মেলায় শেষ সময়ে চলে আসলাম।”

তিনি আরও বলেন, “মেলায় এখন যে পণ্যগুলোত🅘ে অফার চলছে তাতে আমরা খুশি। শুরুতে যদি এমন অফার থাকতো 🐲তাহলে শুরুতে যারা কিনেছেন তাদের জন্য ভালো হতো।”

নাঈম নামের আরেক ক্রেতা বলেন, “মেলায় এমন অফারে আমরা খুশি। তবে গতবারের চেয়ে এবার সব পণ্য꧋ে দাম অধিক বেশি বলা হয়। শেষ সময়ে অফার থাকার কারণে পরিবার নিয়ে এসেছি কিছু কেনার জন্য। কিছু কিনেছি আরও কিছু কিনতে চাই।”

Link copied!