সশস্ত্রবাহিনী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে ড. মোহাম্মদ ইউনূসকে সব ধরনের সহযোগিতা করবে 💟বলে জানিয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
বুধবার (৭ আগস্ট) সার্বিক পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানꦺান।
ওয়াকার-উজ-জামান বলেছেন,💯 “সংকট কাটিয়ে দেশে আমরা একটা সুন্দর পরিবেশ তৈরি করব।”
সেনাপ্রধান বলেন, “ড. ইউনূস বৃহস্পতিবার (৮ আগস্ট) দেশে আসবেন। আ🐻মি তাকে বিমানবন্দরে রিসিভ করব। আশা করি, বৃহস্পতিবার রাত ৮টায় অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠিত হবে।”
অন্তর্বর্তীকালীন সরকারে কতজন থাকছেন, এমন প্রশ্নের জবাবে ওয়াকার-উজ-জামান বলেন, “এ সরকারে ১৫ জন সদস্য থাকতে পারেন। কম-বেশ🔯িও হতে পারে। যেহেতু ফরমালি সিদ্ধান্ত হয়নি, তাই এ বিষয়ে আর কিছু বলতে চাই না।”
এসময় ট্রাফিক নিয়ন্ত্রণেꦜ শিক্ষার্থীদের কাজের প্রশংসা করেন সেনাপ্রধান। একই সঙ্গে পুলিশ সক্রিয় হলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসবে বলেও জানান তিনি।