• ঢাকা
  • মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১, ৮ জমাদিউস সানি ১৪৪৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Songbad Prokash

ইনস্টাগ্রাম

টুইটার


লিংকডইন

পিন্টারেস্ট

গুগল নিউজ


মগবাজার ফ্লাইওভারে নান্দনিক চিত্রকর্ম


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৯, ২০২৩, ০৫:২৭ পিএম
মগবাজার ফ্লাইওভারে নান্দনিক চিত্রকর্ম

পোস্টার-ব্যানারের দূষণ থেকে মু🌄ক্ত রাখতে শিল্পীর হাতের নান্দনিকতার ছোঁয়া লেগে🌺ছে রাজধানীর মগবাজার উড়ালসেতুতে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে সেতুর পিলারগুলোতে শিল্পিরা তুলে ধরেছেন দেশীয় নানা সংষ্কৃতি ও শিক্ষণীয় বিষয়।

ডিএনসিসির এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তাদের দাবি, দৃষ্টিনন্দন এ গ্রাফিতি শহরের সৌন্দর্য বাড়িয়েছে কয়েকগুন। অন্য ফ্লাইওভারগুলোতেও এমন গ্রাফিতি আর্ট করা হলে পুরো শহর🔥ই যেন পাল্টে যাবে।

সরেজমিনে মগবাজার এলাকা ঘুরে দেখা যায়, আগে পিলারগুলোতে যেমন পোষ্টারের আবর্জনা ছিল, এখন সেটা নেই। প্রতিটি পিলারে শিল্প⛎ীর নিখুত হাতে শোভা পাচ্ছে গ্রাফিতি আর্ট। পিলারে আঁকা এসব চিত্রকর্মে রয়েছে শিক্ষণীয় নানা বার্তা। এর মধ্যে আছে হর্ন বাজানো নিষেধ, শহরটাকে ভালোবাসি, দেশটাকে ভালোবাসি, গাছ লাগাই পরিবেশ বাঁচাই।

মগবাজার এলাকায় দীর্ঘদিন ধরে ব্যবসা করেন আলী হোসেন♊। তিনি সংবাদ প্রকাশকে বলেন, “ফ্লাইওভার উদ্বোধনের পর থেকে পিলারগুলো ছিল রাজনৈতিক ও বিভিন্ন সংগঠনের পোষ্টার ব্যানারের দখলে। কিছুদিন আগে ডিএনসিসি মেয়র এখানে ফ্লাইওভারের পিলারগুলোতে আকর্ষণীয় গ্রাফিতি আর্ট কার্যক্রম শুরু করেন। গ্রাফিতি আর্টে এলাকার সৌন্দর্য বাড়িয়েছে কয়েকগুন।” আলী হোসেনের অনুরোধ এই সুন্দর পিলারগুলোতে কেউ যাতে পোস্টার লাগাতে না পারে।

মগবাজার সড়ক দিয়ে নিয়মিত যাতায়াত করেন কলেজ শিক্ষার্থী আনিকা আক্তার। ফ্লাইওভারে﷽র পিলারে গ্রাফিতি আর্ট নিয়ে সংবাদ প্রকাশকে 🥃বলেন, “রাজধানী অন্যান্য এলাকার চেয়ে এই ফ্লাইওভার একটু ব্যতিক্রম। এখানকার পিলারগুলোতে নোংরা পোষ্টার নাই। পিলারগুলোতে যেভাবে গ্রাফিতি আর্ট করা হয়েছে তা সবার নজর কাড়ে।”

রাজধানীর ফ্লাইওভারের পিলারে পোস্টার লাগানো ঠেকাতে গ্রাফিতি আঁকার উদ༒্যোগ নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। যা প্রধানমন্ত্রীর নির্দেশনায় শহরের নামি রিকশা পেইন্টাররা গ্রাফিতি এঁকেছেন। প্রাথমিকভাবে মৌচাক-মগবাজার ফ্লা💎ইওভারের মগবাজার অংশে কয়েকটি পিলারে এরই মধ্যে গ্রাফিতি আর আলপনা আঁকা হয়েছে।

Link copied!